India Corona Update: দেশে দৈনিক করোনা সংক্রমণ কমলেও বাড়ল মৃতের সংখ্যা
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৭৪৫।
Coronavirus Cases Today: দেশে মারণ করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ কিছুটা কমল। দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১৫ হাজার ৭৮৬। গত একদিনে মৃত্যু হয়েছে ২৩১ জন করোনা আক্রান্তর। অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৪২ জনের। উল্লেখ্য, এরইমধ্যে দেশ করোনা টিকাকরণের ১০০ কোটি ডোজের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। দেখে নেওয়া যাক, দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৭৪৫। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে চিকিৎসাধীন ১৮ হাজার ৬৪১ জন করোনা আক্রান্ত। সবমিলিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ ১৪ হাজার ৪৪৯। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার ২৩৬।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ১৬০। এদিন মৃতের সংখ্যা বেড়েছে। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ৪৫৪।
দেশে করোনা ভ্যাকসিনের ডোজ প্রদানের সংখ্যা ইতিমধ্যেই ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল দেশে ৬১ লক্ষ ২৭ হাজার ২৭৭ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে দেশে করোনা টিকার ডোজ প্রাপকদের সংখ্যা বেড়ে হল ১০০ কোটি ৫৯ লক্ষ ৪ হাজার ৫৮০।
আইসিএমআর জানিয়েছে, গত কাল দেশে ১৩ লক্ষ ২৪ হাজার ২৬৩ টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে ৫৯ কোটি ৭০ লক্ষ ৬৬ হাজার ৪৮১ নমুনা পরীক্ষা করা হয়েছে।
কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা টিকার পর্যাপ্ত সরবরাহের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ডোজের ওপর গুরুত্ব প্রদান করতে বলেছে।