India Corona Update : গতকালের তুলনায় হাজারের বেশি করোনা সংক্রমণ, দেশে বাড়ল দৈনিক মৃত্যুও
Covid-19 Cases in India : বুধবারের থেকে একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল এক হাজারের বেশি...
নয়া দিল্লি : দেশে আরও বাড়ল দৈনিক করোনা সংক্রম। বুধবারের থেকে একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল এক হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ৭ হাজার ৪৯৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬।
এদিকে বেড়েছে দৈনিকে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩১৮ জন। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩। এনিয়ে দেশের মোট মৃত্যু ৪,৭৪,৭৫৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬ হাজার ৯৬০ জন। এনিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা-৩,৪২,০৮,৯২৬। এপর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে- ১,৩৯,৬৯,৭৬,৭৭৪। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৬।
আরও পড়ুন ; ডেল্টার থেকে মারাত্মক কি না বলার সময় আসেনি, ওমিক্রন নিয়ে বার্তা WHO-র
এদিকে বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন (Omicron) । এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছেন ভারতের বিশেষজ্ঞরা । তাঁদের একাংশের অনুমান, ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) দেখা যেতে পারে।
তবে এর সঙ্গে আশার বাণীও শুনিয়েছেন বিশেষজ্ঞরা। এই থার্ড ওয়েভ যদি আসে, তাহলে তা, এক মাসের মধ্যে হ্রাস পাবে। আইআইটি হায়দরাবাদের এম বিদ্যাসাগর (M Vidyasagar of IIT Hyderabad), ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির প্রধান বলেছেন, ভারতে ওমিক্রনের তৃতীয় ঢেউ থাকবে। তবে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে হালকা হবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।