India Coronavirus Update: দেশে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ, অ্যাক্টিভ কেস ৫৫৫ দিনে সর্বনিম্ন
India Corona Update: গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯৫। সবমিলিয়ে অতিমারী শুরুর পর থেকে দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৯৫২। দেশে অ্যাক্টিভ আক্রান্তর হার মোট আক্রান্তর ১ শতাংশেরও কম।
নয়াদিল্লি: ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে দেশে করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা বাড়ল। তবে সামান্য বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৩৯ জন। গতকালের তুলনায় এই সংখষ্যা ২৩ শতাংশ বেশি। দেশে বর্তমানে অ্য়াক্টিভ আক্রান্তর সংখ্যা ৯৩,৭৩৩। যা গত ৫৫৫ দিনে সর্বনিম্ন। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯৫। সবমিলিয়ে অতিমারী শুরুর পর থেকে দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৯৫২। দেশে অ্যাক্টিভ আক্রান্তর হার মোট আক্রান্তর ১ শতাংশেরও কম। এই হার বর্তমানে ০.২৭ শতাংশ, যা গত বছরের মার্চের পর সবচেয়ে কম।
এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার ১৩৭। এখনও পর্যন্ত দেশে ১২৯.৫ কোটি করোনা টিকার ডোজ প্রদান করা হয়েছে।
দেশে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৬ শতাংশ, ২০২০-র মার্চের পর সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯ হাজার ৫২৫।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৮২২ জন। যা ছিল গত দেড় বছরে সবথেকে কম। এর আগের তিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩০৬। মঙ্গলবারের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ২২০। তার আগের দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১১। এর নিরিখে বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মৃতের সংখ্যা কমেছে।