India Corona Update: দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০৩, মৃত ৩২০
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন।
নয়াদিল্লি: দেশে ফের একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের উপরই রইল। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন।
আরও পড়ুন -
গ্রিন টি নিয়ে তাঁর গবেষণা আজও অমূল্য, জাপানি বিজ্ঞানীকে Google এর Doodle - কুর্নিশ
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে একদিনে রেকর্ড সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও বিজেপি। গতকালও দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের গণ্ডি পার করে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, তার আগে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল সাড়ে চারশোর কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃত্যু ছিল ৪৩১। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৫৭০। শুক্রবার সংখ্যাটা প্রায় ৪ হাজার বেড়ে যায়।
রাজ্যের করোনাগ্রাফ
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৯,৫৬৭ জন। সরকারি হিসেব অনুযায়ী ১৬ সেপ্টেম্বর রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮,০২৫ জন।এই সময় পর্বে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। আগের দিনের তুলনায় সংখ্যাটা খানিকটা কম। আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মোট ১৮,৬২০ জন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৭২৫ জন। দৈনিক আক্রান্তের তুলনায় রাজ্যে সুস্থতার সংখ্যা বেশি। এ দিনের হিসেবে রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।