India Corona Update: দেশে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই, কমল দৈনিক মৃত্যু
গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন।
নয়াদিল্লি: দেশে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ফের চার হাজারের কাছাকাছি। তবে গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৫৪৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ১৬৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজার ৩০৩ জন। একদিনে মৃত্যু হার ১.২২ শতাংশ। একদিনে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৯৮ হাজার ৭৪৩।
#COVID19 | India reports 3,805 fresh cases, 3,168 recoveries, and 22 deaths in the last 24 hours. Active cases 20,303 pic.twitter.com/ZfJQ43syNE
— ANI (@ANI) May 7, 2022
এদিকে রাজ্যে করোনা-গ্রাফ (Coronavirus) নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা। এপ্রিলের শেষ সপ্তাহে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৭। অর্থাৎ সংক্রমিতদের এক চতুর্থাংশই রাজ্যের এই ৫ জায়গার বাসিন্দা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৮টি জেলার মধ্যে যেখানে শেষ এক সপ্তাহে ৫ জনের বেশি সংক্রমিত হয়েছেন, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: Delhi Bar Timing: কিছুক্ষণ আরও না হয় রহিলে...দিল্লিতে ভোর ৩টে পর্যন্ত পানশালা খোলা রাখায় সায়