Delhi Bar Timing: কিছুক্ষণ আরও না হয় রহিলে...দিল্লিতে ভোর ৩টে পর্যন্ত পানশালা খোলা রাখায় সায়
Delhi News: আবগারি দফতরের অনুমোদনপ্রাপ্ত প্রায় ৫৫০ পানশালা এবং রেস্তরাঁ রয়েছে দিল্লিতে, যারা সুরা পরিবেশন করে।
নয়াদিল্লি: রাত আরও দীর্ঘায়িত হতে চলেছে রাজধানী দিল্লিতে (Delhi News)। তাতে সায় দিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার। ভোর ৩টে পর্যন্ত পানশালা (Delhi Bars) খোলা রাখায় সায় দিয়েছে তারা। শুধু পানশালাই নয়, যে সমস্ত রেস্তরাঁয় সুরা পরিবেশন (Delhi Liqour Rules) করা হয়, সেখানেও ভোর ৩টে পর্যন্ত তা চালু রাখা যাবে।
আগের নিয়মে রদবদল হতে চলেছে
এতদিন পর্যন্ত দিল্লিতে রাত ১টা পর্যন্তই পানশালা খোলা রাখার নিয়ম ছিল। এ বার তার মেয়াদ আরও দু’ঘণ্টা বাড়াল দিল্লি সরকার। সেই মর্মে আবগারি দফতরকে ইতিমধ্যে নির্দেশিকাও জারি করা হয়েছে। ২০২১-’২২ আবগারী নীতির অধীনে শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি সরকারের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘বর্তমানে রাত ১টা পর্যন্ত পানশালা এবং রেস্তরাঁ খোলা রাখার অনুমতি রয়েছে। তা ভোর ৩টে পর্যন্ত বাড়ানো হতে পারে। পুলিশ এবং অন্য সংস্থার সঙ্গে মিলে তার বিধি-নিয়ম তৈরি করছে আবগারি দফতর।’’
আরও পড়ুন: Viral News: বিরিয়ানির আড়ালে গয়না! তদন্তে নেমে তাজ্জব পুলিশ
আবগারি দফতরের অনুমোদনপ্রাপ্ত প্রায় ৫৫০ পানশালা এবং রেস্তরাঁ রয়েছে দিল্লিতে, যারা সুরা পরিবেশন করে। তবে বড় বড় হোটেলে অন্তর্গত রেস্তরাঁ, পানশালাগুলিতে ২৪ ঘণ্টাই সুরা পরিবেশন করা যায়। রাজধানী সংলগ্ন গুরুগ্রাম এবং ফরিদাবাদে আগে থেকেই ভোর ৩টে পর্যন্ত পানশালা, রেস্তরাঁ খোলা রাখার অনুমোদন রয়েছে। উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদে পানশালা, রেস্তরাঁ খোলা রাখা যায় রাত ১টা পর্যন্ত (Delhi Bar Timing)।
রেস্তরাঁ-পানশালা কর্তৃপক্ষের আবেদনেই সায়
করোনা কালে দীর্ঘ সময় পানশালা এবং রেস্তরাঁগুলি বন্ধ থাকায় ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে। অথচ চড়া হারে দিতে হচ্ছে আবগারি শুল্ক। তাতেই দিল্লি সরকারের কাছে নৈশযাপনের মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয় বলে জানিয়েছেন ন্যাশনাল রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কবীর সুরি।