COVID-19 Deaths in India: ২৪-ঘণ্টায় মৃত ৪,৩২৯ জন, দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড দেশে
গতকালের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণ
![COVID-19 Deaths in India: ২৪-ঘণ্টায় মৃত ৪,৩২৯ জন, দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড দেশে India Coronavirus Cases Today 263533 new COVID-19 cases daily deaths rise by a record highest 4329 in the last 24 hours COVID-19 Deaths in India: ২৪-ঘণ্টায় মৃত ৪,৩২৯ জন, দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড দেশে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/18/c9d09d4859896d870bbbdd8f4479edd4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক মৃত্যুতে ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড হল দেশে। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে রেকর্ড ৪৩২৯ জনের। তবে, গতকালের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণ।
হলেও সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের বেশি। দেশে দৈনিক মৃত্যু দাঁড়িয়েছে চার হাজার তিনশো পার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ বক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী,আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪,৩২৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ১০৬ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার ৭৭ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৮৯০ জনের।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার জনের। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১২০ জনের। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দেশে মৃত্যু হয়েছিল রেকর্ড ৪ হাজার ২০৫ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫। সোমবারের হিসেব অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮। শনিবারের হিসেব অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২।
শুক্রবারের হিসেব অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫। বুধবারের হিসেব অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয়ী করে সুস্থ হয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭। শনিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯।
শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬। বৃহস্পতিবার সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন। বুধবারের সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১৮.৪৪ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)