India Coronavirus ভয় ধরাচ্ছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ, একদিনে কোভিড-মৃত্যু সাড়ে তিনশোর বেশি
এখনও ভাবাচ্ছে কেরলের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৩২,০৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নয়াদিল্লি : আবার ৪৫ হাজার ছাড়াল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শুক্রবারের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৫,৩৫২ জন। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪,৭৯১ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। করোনায় সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।
এখন ভারতে করোনার অ্যাক্টিভ কেস ৩,৯৯,৭৭৮
মোট সুস্থতার সংখ্যা ৩,২০,৬৩,৬১৬
মোট মৃত্যু ৪,৩৯,৮৯৫
মোট ভ্যাকসিনেশন হয়েছে ৬৭,০৯,৫৯, ৯৬৮
India reports 45,352 new #COVID cases, 34,791 recoveries & 366 deaths in the last 24 hours, as per Health Ministry; recovery rate at 97.45%
Active cases: 3,99,778
Total recoveries: 3,20,63,616
Death toll: 4,39,895
Total vaccination: 67,09,59,968 pic.twitter.com/1p6womc7fI
">
এখনও ভাবাচ্ছে কেরলের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৩২,০৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৩৫২। এর মধ্যে শুধু কেরলেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৭ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৬১৬। একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৯১ জন।
তৃতীয় ঢেউ (Corons Third Wave) আসন্ন। এর অভিঘাত কতটা গুরুতর হবে, তা নিয়ে নানা বিশেষজ্ঞের নানা মত। কিন্তু করোনার থার্ড ওয়েভ যে অবশ্যম্ভাবী তা মেনে নিচ্ছেন সকলেই। ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতের পরিস্থিতি বলছে, কোভিডের টিকার দুটি ডোজ নেওয়া না হলে ভিড়ভাট্টা এড়িয়ে চলাই ভাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, উৎসবের মরসুমে জনসমাগম এড়িয়ে চলতেই হবে। নইলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।