India Coronavirus Update : দেশে করোনায় দৈনিক আক্রান্ত-মৃত্যু বাড়ল, আসতে পারে চতুর্থ ঢেউ?
India Coronavirus Update : মাস্ক, স্যানিটাইজার ব্যবহার-সহ সুরক্ষাবিধি যথাযথ পালনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
নয়াদিল্লি : দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন।
গত ২৪ ঘন্টার করোনা আপডেট
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৮১।
- দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৬০৫ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১২ হাজার ৭৪৯।
আসতে পারে চতুর্থ ঢেউ?
চিন এবং দক্ষিণ কোরিয়ার পাশাপাশি হঠাৎই সংক্রমণ বাড়তে শুরু করেছে আমেরিকা, জার্মানি এবং ভিয়েতনামেও। এদিকে, ভারতে গত কয়েকদিন ধরে করোনা পরিসংখ্যান ক্রমাগত ওঠা-নামা করছে। এসব দেখেই অনেকের সেই করোনার প্রথম ঢেউয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, সেবারের মতো এবারও চিনের পর ভারতে হু হু করে সংক্রমণ বাড়তে শুরু করবে না তো? চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, ' চিনের ক্ষেত্রে ভ্যাকসিনেশন কতটা হয়েছে তো জানি না। সেখানে ওমিক্রন ছড়ালে সারা বিশ্বে ছড়াবে, এমনটা নয় ' । তবে, চিনের পাশাপাশি ইজরায়েলেও করোনার নতুন একটি স্ট্রেনের সন্ধান মিলেছে। এই প্রেক্ষাপটে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার-সহ সুরক্ষাবিধি যথাযথ পালনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, করোনা পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে জোর দিতে হবে। ভাইরাসের নতুন চরিত্র বুঝতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা সংগ্রহ বৃদ্ধি ও পরীক্ষার সংখ্যাও বাড়াতে হবে।
বিশ্বের করোনা আপডেট - বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৯৭ হাজার ৮৮০ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৩১ লক্ষ ৮০ হাজার ২৩৬।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )