India Coronavirus Update: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১,৮৫০, মৃত ৫৫৫
India Coronavirus Update Today: অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ২৬ হাজার ৩৬। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮।
নয়াদিল্লি: দেশে করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণ কমলেও, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ( In Last 24 Hours) দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গতকাল একদিনে ৫০১ জনের মৃত্যু হয়।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ১১ হাজার ৮৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৫১৬। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের (Active Corona cases) সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮। অর্থাৎ, এই করোনা আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের অর্ধেকেরও বেশি দক্ষিণের রাজ্য কেরলে (Kerala)। ওই রাজ্যে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৬,৬৭৪। এক নজরে দেখে নেওয়া যাক দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ২৬ হাজার ৩৬। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ২৪৫।
দেশে টানা ৩৬ দিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ২০ হাজারের কম রয়েছে। আর টানা ১৩৯ দিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে। চিকিৎসাধীন করোনা আক্রান্তের হার ০.৪০ শতাংশ। এই হার ২০২০-র মার্চ মাসের পর সবচেয়ে কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার ৪৮৩। করোনায় দেশে মৃতের হার প্রায় ১.৩০ শতাংশ।
দেশজুডে করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযান চলছে। এই টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১১১ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল সারা দেশে ৫৮ লক্ষ ৪২ হাজার ৫৩০ টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে ১১১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার ১৩৪ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।