India Gandhi 104th birthday : 'তোমার সাহস সবসময় অনুপ্রেরণা জোগাবে', ১০৪তম জন্মদিবসে ইন্দিরা স্মরণ রাহুল-প্রিয়ঙ্কার
India Gandhi 104th birthday : 'দেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গাঁধীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে' ... জন্মদিনে কী লিখলেন রাহুল গাঁধী
নয়াদিল্লি : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) ১০৪তম জন্মদিবসে দিল্লির শক্তিঘাটে গিয়ে শ্রদ্ধা জানালেন পুত্রবধূ সনিয়া গাঁধী (Sonia Gandhi)। রাহুল গাঁধী (Rahul Gandhi)এদিন পিতামহীর স্মরণে ট্যুইটে লেখেন, দেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গাঁধীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
देश के सबसे होनहार प्रधानमंत्रियों में इंदिरा गांधी जी का नाम स्वर्ण अक्षरों में अंकित है। उनकी सबसे बड़ी शक्ति थी जनता के बीच रहकर उनके सुख-दुख बाँटना।
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2021
दादी, आपका साहस हमेशा प्रेरित करता है। आपको आज भी अपने साथ पाता हूँ।
भावपूर्ण श्रद्धांजलि। #RememberingIndiraGandhi pic.twitter.com/ubQDtGcibg
রাহুল লেখেন, তাঁর সবথেকে বড় শক্তি ছিল মানুষের সঙ্গে থাকা এবং তাঁদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া। ঠাকুমা, তোমার সাহস সবসময় অনুপ্রেরণা জোগাবে। তুমি আমার মনের মধ্যে রয়েছ। ইন্দিরা গাঁধীর জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
I pay my tributes to former Prime Minister Smt. Indira Gandhi Ji on her birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 19, 2021
১৯১৭ নভেম্বর ১৯ । ইলাহাবাদের প্রতিষ্ঠিত উকিল মোতিলাল নেহরুর পরিবারে রাত্রি ৯টা ১৪ মিনিটে জন্ম ইন্দিরার। বাবা পন্ডিত জওহরলাল নেহরুর বয়স তখন ২৮ বছর। মা কমলা নেহরুর বয়স ১৮। প্রভাবশালী নেহরু পরিবারে জন্ম গ্রহণ করায়, তিনি রাজনৈতিক পরিমন্ডলে বেড়ে ওঠেন৷ ১৯৬৬ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন৷ ১৯৬৬-র জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এবং আবার ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। ৮৪ সালেই ৩১ অক্টোবর নিজের বাড়িতে দুই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী গুলি করে হত্যা করে তাঁকে।
আরও পড়ুন :
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের