PM Modi on 6G Network : এই দশকের শেষপর্বেই ৬জি নেটওয়ার্ক পরিষেবা ভারতে ?
PM Modi : এই মুহূর্তে ভারতে ৩জি ও ৪জি টেলিকম নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যায়। আগামী কয়েক মাসের মধ্যে ৫জি পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে একাধিক সংস্থা
নয়া দিল্লি : লক্ষ্য এবার ৬জি নেটওয়ার্ক পরিষেবা। এই দশকের শেষপর্বেই যে লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করছে ভারত। আজ এমনই আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬জি পরিষেবায় নেটওয়ার্কে আরও গতি আসবে তা বলাইবাহুল্য।
এই মুহূর্তে ভারতে ৩জি ও ৪জি টেলিকম নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যায়। আগামী কয়েক মাসের মধ্যে ৫জি পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে একাধিক সংস্থা। এই পরিস্থিতিতে টেলিকম সেক্টরের নিয়ন্ত্রক TRAI-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ দিল্লিতে এক অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ৫জি নেটওয়ার্ক পরিষেবা ভারতীয় অর্থনীতিতে ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত করবে।
প্রধানমন্ত্রী বলেন, এটা শুধুমাত্র ইন্টারনেটের গতি বৃদ্ধির-ই বিষয় নয়, এর পাশাপাশি উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানও হবে। দেশের প্রশাসনিক কাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ৫জি পরিষেবা। জীবন আরও সহজ হয়ে উঠবে এবং ব্যবসায়িক কাজকর্মও সহজ হবে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধি ত্বরাণ্বিত করবে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই অর্থমন্ত্রী (Finance Minister Nirmala Sitharaman) জানান, এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে। এছাড়াও তিনি জানান, গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে।
এছাড়াও তাঁর ঘোষণা , বেসরকারি টেলিকম সংস্থাগুলি যাতে ফাইভ জি মোবাইল পরিষেবা শুরু করতে পারে, তাই এই বছরেই ৫জি স্পেকট্রাম নিলাম করা হবে । সব গ্রামীণ এলাকাতেও পাতা হবে অপটিক্যাল ফাইবার। এই কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে, আশা করা হচ্ছে।
এক নজরে তার ঘোষণা -
- ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার
- আইআরডিএ-তে আনা হচ্ছে নতুন বিমা বন্ড
- সৌরবিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ
- এই আর্থিক বছরেই চালু হবে ৫জি স্পেকট্রাম পরিষেবা’