India Coronavirus : দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ
দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন।
নয়া দিল্লি : দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন। তবে, সামান্য কমেছে মৃত্যুর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৪৮ হাজার ৩৩৯ জন। অন্যদিকে নতুন করে ২৬ হাজার ৭২৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৭০৭।
স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ৫২৯। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩১১ জনের। মোট মৃতের সংখ্যা ছিল ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জন।
স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ২৪৬ জন। এনিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৪৩ হাজার ১৪৪। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী একদিনের এই সংখ্যাটা ছিল ২৮ হাজার ৭১৮ জন।
আরও পড়ুন ; রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু, ১ দিনে আক্রান্ত ৭৪৫, মৃত ১৫
এদিকে আজ অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে ২ লক্ষ ৭৫ হাজার ২২৪ জন। যা গতকালের থেকে কম। গতকালের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটা ছিল, ২ লক্ষ ৭৭ হাজার ২০। দেশে মোট টিকাকরণ হয়েছে ৮৯,০২,০৮,০০৭।
রাজ্যের গ্রাফ
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে, শেষ বুলেটিনে করোনা সংক্রমিত হয়েছিলেন ৭৪৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ১৫,৬৯,০৭০ জন। সরকারি হিসেব অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৭,৫৭০ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।