এক্সপ্লোর
Advertisement
India’s Growth Forecast : ২০২২-'২৩ অর্থবর্ষে কি দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হতে পারবে ভারত ?
প্রতিবেদনটি লিখেছেন ত্রিথেশ নন্দন....
নয়া দিল্লি : কোন পথে ভারতের অর্থনীতি (Indian Economy) ? ২০২২-'২৩ অর্থবর্ষে কি দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে (Fastest Growing Economy) পরিণত হতে পারবে ভারত ? এনিয়ে অর্থনীতি মহলে বিশ্লেষণ চলছেই। তবে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পূর্বাভাস বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে ভারত দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হয়ে উঠতে পারবে না। শীর্ষস্থান দখল করবে সৌদি আরব।
কিন্তু, কেন এই পরিস্থিতি হতে পারে ?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল্য-
- পূর্বাভাস অনুযায়ী, বৃদ্ধির পূর্বাভাস মন্থর হয়ে যাচ্ছে।
- বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, প্রধানত শক্তি ও খাদ্যদ্রব্যের দামবৃদ্ধি।
২০২২-২৩ ভারত-
- গত ৮ জুন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপরেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পূর্বাভাস সামনে এসেছে।
- ২০২২ জুন - ৮.১ শতাংশ অনুমান করা হলেও, এই মুহূর্তে দাঁড়িয়ে চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৯ শতাংশ।
- কারণ- বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি, আর্থিক নীতির স্বাভাবিকীকরণ এবং বিশ্বব্যাপী অবস্থার অবনতির কারণে মুদ্রাস্ফীতির প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় অর্থনীতি ক্রমশ গতি হারাচ্ছে ।
আরও পড়ুন ; ফের টাকার দামে রেকর্ড পতন !
বিভিন্ন দেশের জন্য পূর্বাভাস OECD-র-
- সৌদি আরব- ৭.৮ শতাংশ।
- ভারত- ৬.৯ শতাংশ।
- চিন- ৪.৪ শতাংশ।
- আমেরিকা- ২.৫ শতাংশ।
- ইংল্যান্ড- ৩.৬ শতাংশ।
অপেক্ষারত মালবাহী জাহাজে মালপত্রের শেয়ার-
- জানুয়ারি, ২০২২- ১০.৯৪ শতাংশ।
- ফেব্রুয়ারি, ২০২২- ১০.৩৪ শতাংশ।
- মার্চ, ২০২২- ১২.১৩ শতাংশ।
- এপ্রিল, ২০২২- ১১.৫৬ শতাংশ।
- মে, ২০২২- ১১.৮১ শতাংশ।
বিশ্বব্যাঙ্ক নির্ধারিত বৃদ্ধির পূর্বাভাস-
- এপ্রিল, ২০২২- ৮.৭ শতাংশ থেকে কমে ৮ শতাংশে।
- জুন, ২০২২- এই মুহূর্তে বৃদ্ধি প্রোজেক্ট করা হচ্ছে ৭.৫ শতাংশ।
- কারণ- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সরবরাহকারী চেইনে ব্যাঘাত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement