(Source: ECI/ABP News/ABP Majha)
Pak Boat in Indian Waters: গুজরাত উপকূলে ভারতীয় জলসীমায় আটক ১০ ক্রু সহ পাকিস্তানি বোট
ওই পাকিস্তানি ভোট ভারতীয় জলসীমার ছয়-সাত মাইল ভেতরে ঢুকে পড়েছিল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ দেখার পরই বোটটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
নয়াদিল্লি: গুজরাত উপকূলে ভারতীয় জলসীমার ছয়-সাত মাইলের মধ্যে ঢুকে পড়ল একটি পাকিস্তানি বোট। এ কারণে ১০ ক্রু সদস্য সহ ওই পাক বোটকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (আইসিজি)। প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে অভিযান চলাকালে ইয়াসিন নামে ওই পাক বোটকে আটক করে ভারতের উপকূল রক্ষী বাহিনী। এক আধিকারিক ট্যুইট করে জানিয়েছেন যে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ১০ ক্রু সহ ইয়াসিন নামে ওই পাক বোটকে আটক করে আরব সাগরে ভারতের জলসীমায়। ৮ জানুয়ারি রাতে অভিযানের সময় ওই পাক বোটটিকে ধরা হয়। বোটটিকে পোরবন্দরে নিয়ে আসা হচ্ছে। সেখানে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, ওই পাকিস্তানি ভোট ভারতীয় জলসীমার ছয়-সাত মাইল ভেতরে ঢুকে পড়েছিল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ দেখার পরই বোটটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
জানা গেছে, ওই পাক বোট থেকে ২ হাজার কেজি মাছ ও ৬০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। ওই বোটের ক্রুদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না।
Indian Coast Guard ship ICGS Ankit has apprehended a Pakistani Boat 'Yaseen' with 10 crew in Indian waters in the Arabian sea during night ops y'day. The crew is being brought to Porbandar for further interrogation: Indian Coast Guard officials pic.twitter.com/vYmxFyKm4V
— ANI (@ANI) January 9, 2022
উল্লেখ্য, গত বছরের ১৫ সেপ্টেম্বর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একই ধরনের অভিযান চালিয়ে ১২ জন ক্রু সহ একটি পাক বোটকে আটক করেছিল। ওই পাক বোটও গুজরাত উপকূলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। রাজ্যের উপকূল দিয়ে মাদক পাচারের জন্য এ ধরনের বোট ব্যবহারের ঘটনা বাড়ছে বলে খবর।
গত বছরের ২০ ডিসেম্বর একটি পাকিস্তানি মাছ ধরার বোট থেকে ৪০০ কোটি টাকা মূল্যের ৭৭ কেজি হেরোইন সহ গুজরাত উপকূলেই ভারতীয় জলসীমায় ধরা পড়েছিল। রাজ্যের সন্ত্রাস দমন বিভাগের সঙ্গে উপকূল রক্ষী বাহিনীর অভিযানে এই বোট ধরা পড়েছিল।