Stock Market Opening: মার্কিন বাজারে পতনের জের, শুরুতেই বড় ধাক্কা ভারতের আইটি সূচকে, স্টক বেচে দেবেন ?
Share Market Update: আমেরিকা ও এশিয়ার শেয়ারবাজারে পতনের কারণে পতন শুরু হল ভারতীয় স্টক এক্সচেঞ্জে। আজ সকালে BSE সেনসেক্স 294 পয়েন্টের পতনের সঙ্গে 62505 পয়েন্টে খুলেছে।
Share Market Update: আমেরিকা ও এশিয়ার শেয়ারবাজারে পতনের কারণে পতন শুরু হল ভারতীয় স্টক এক্সচেঞ্জে। আজ সকালে BSE সেনসেক্স 294 পয়েন্টের পতনের সঙ্গে 62505 পয়েন্টে খুলেছে। পাশাপাশি নিফটি পতনের সঙ্গে 18,332 পয়েন্টে যাত্রা শুরু করেছে। যদিও নিচের স্তর থেকে বাজারে একটি দর্শনীয় প্রত্যাবর্তন দেখা গিয়েছে।
Stock Market Opening:কোন খাতের কী অবস্থা ?
এদিন বাজার সবার জন্য খোলার পর নিম্নস্তর থেকে সেনসেক্স 455 পয়েন্ট ও নিফটি 140 পয়েন্ট ঘুরে দাঁড়িয়েছে। যদিও সকাল ১০টার পর ফেল লাল দাগে চলে গিয়েছে দুই সূচক। আজ বাজারের পতনের কারণে ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, এমএফসিজির মতো সেক্টর পতনের সঙ্গে লেনদেন শুরু করেছিল। তবে জ্বালানি, মিডিয়া, রিয়েল এস্টেট ও পরিকাঠামো খাতের শেয়ারের দাম বেড়েছে। মিডক্যাপ স্টকগুলিতে পতন হলেও এদিন স্মলক্যাপ স্টকগুলিতে বুম দেখা গিয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে 20টি স্টক একটি বুম দেখেছে, যেখানে 30টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে৷ পাশাপাশি 30টি সেনসেক্স স্টকের মধ্যে 17টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 13টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে৷
Share Market Update: স্টকের মূল্য
আজ স্টকগুলির দিকে তাকালে, লারসেন 1.21 শতাংশ, রিলায়েন্স 0.84 শতাংশ, পাওয়ার গ্রিড 0.44 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.38 শতাংশ, ভারতী এয়ারটেল 0.33 শতাংশ বৃদ্ধির সাথে লেনদেন করছে। একই সময়ে, টিসিএস 1.06 শতাংশ, ইনফোসিস 1.06 শতাংশ, এশিয়ান পেইন্টস 1 শতাংশ, উইপ্রো 0.92 শতাংশ পতনের সঙ্গে লেনদেন করছে।
Stock Market Opening: কেন বাজারে পতন ?
বৃহস্পতিবার মার্কিন বাজারগুলি ভারী পতনের সঙ্গে বন্ধ হয়েছে। ডাও জোন্স 764 পয়েন্ট বা 2.25 শতাংশ ও ন্যাসডাক 360 পয়েন্ট বা 3.23 শতাংশ কমে বন্ধ হয়েছে। এ কারণে এশিয়ার বাজার দরপতনের সঙ্গে লেনদেন করছে। নিক্কেই, তাইওয়ান, স্ট্রেইট টাইমস পতনের সঙ্গে ব্যবসা করছে।
Share Market Update: বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?
গতকালই আজকের বাজারের পতন নিয়ে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। এদিন বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হল। যদিও অ্য়ানালিস্টরা বলছেন, শীঘ্রই ভি-শেপ রিকভারি নিতে পারে বাজার। সেই ক্ষেত্রে ফের ১৯০০০ পয়েন্টের দিকে ছুটবে নিফটি।