Visa: তুরস্ক, আজারবাইজানের জন্য ভিসার আবেদন ৩ দিনেই কমল ৪২ শতাংশ, মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা
Visa Application for Turkey, Azerbaijan: অ্যাটলিস সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও মোহক নাহতা জানিয়েছেন, 'হঠাৎ করেই যে এই প্রভাব পড়েছে তা নয়। আচরণগত প্রতিক্রিয়া ছিল এটি।

নয়াদিল্লি: ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ভারত ও তুরস্ক, আজারবাইজানের মধ্যে ফের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের 'বন্ধু' এই দুই রাষ্ট্রের উপরে কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। ভারতের বিরোধিতার জন্য ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও শ্যুটিং এই দুই দেশে করা হবে না বলে জানানো হয়েছে এবং ভারতের ব্যবসায়ী সংগঠন (Visa) জানিয়েছে যে তারা এই দুই দেশে কোনও পণ্য রফতানি করবে না। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতীয় পর্যটকরাও তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিগত ৩৬ ঘণ্টার মধ্যে ভিসার (Visa Application) আবেদন কমে গিয়েছে ৪২ শতাংশ। মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে।
এই দুই দেশই জনসমক্ষে পাকিস্তানকে সহায়তা করবে বলে জানিয়েছে এবং পাকিস্তানের সমর্থনে রয়েছে বলে ঘোষণা করেছে। আর এই ঘোষণার জেরেই প্রভাব পড়েছে ভারতীয় পর্যটকদের মনেও। ভিসা প্রসেসিং প্ল্যাটফর্ম অ্যাটলিসের দেওয়া তথ্য অনুসারে, মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই ভিসা আবেদন প্রক্রিয়ার (Visa Application) মাঝপথেই বাতিল করেছেন ৬০ শতাংশ যাত্রী।
অ্যাটলিস সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও মোহক নাহতা জানিয়েছেন, 'হঠাৎ করেই যে এই প্রভাব পড়েছে তা নয়। আচরণগত প্রতিক্রিয়া ছিল এটি। মানুষকে নির্দিষ্ট গন্তব্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়ারও দরকার হয়নি। সহজাত প্রবৃত্তি, উপলব্ধ তথ্য এবং বিকল্পগুলির সাহায্যে পরিচালিত হয়ে এগিয়ে গিয়েছেন। আধুনিক যুগের ভ্রমণ পরিকল্পনা এমনই হওয়া উচিত'।
তিনি আরও জানান যে ভারত তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে সমস্ত রকম বিপণন প্রচেষ্টা স্থগিত রেখেছে। সকল ব্যবসায়ী সংগঠন ভারতের পাশে রয়েছে। জাতীয় সংহতির সঙ্গে সকলেই সহমর্মিতা প্রকাশ করেছে, সমর্থন প্রকাশ করেছে। দিল্লি এবং মেট্রো শহর থেকে তুরস্কগামী ভিসা আবেদনের সংখ্যা ৫৩ শতাংশ কমেছে, যেখানে ইন্দোর ও জয়পুরের মত টায়ার ২ শহর থেকে আগ্রহ আরও স্থিতিশীল হয়ে গিয়েছে, মাত্র ২০ শতাংশ কমেছে ভিসা আবেদনের হার। বেশিরভাগ পর্যটক তাদের পরিকল্পনা এবং গন্তব্যস্থল বদলে ফেলছেন।
ফ্যামিলি ট্রিপের ক্ষেত্রে গ্রুপ ভিসার আবেদন ৪৯ শতাংশ কমে গিয়েছে, আর অন্যদিকে একক বা দম্পতিদের ভিসার আবেদন কমে গিয়েছে ২৭ শতাংশ। এর থেকে বোঝা যায় যে গ্রুপ ট্রাভেলররা অনেক আগে থেকে পরিকল্পনা করেন, আর তারা কোনও রাজনৈতিক বিষয়ে অনেক বেশি সংবেদনশীল। একক পর্যটকদের থেকে তাদের প্রতিক্রিয়া অনেক তীব্র।






















