Bandipora Encounter : বিজেপি নেতাকে খুনে জড়িত ২ জঙ্গি খতম বান্দিপোরায়
এই দুই জঙ্গি ২০২০ সালের জুলাইয়ে বিজেপি নেতা ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইকে হত্যায় জড়িত ছিল।
![Bandipora Encounter : বিজেপি নেতাকে খুনে জড়িত ২ জঙ্গি খতম বান্দিপোরায় Jammu and Kashmir 2 unidentified terrorists involved in killing of BJP leader killed in Bandipora encounter Bandipora Encounter : বিজেপি নেতাকে খুনে জড়িত ২ জঙ্গি খতম বান্দিপোরায়](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2016/09/18173247/India-Kashmir-Militan_AHUJ-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বান্দিপোরা (জম্মু ও কাশ্মীর) : এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে বান্দিপোরা জেলার ওয়াতনিরা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশ জানিয়েছে, এই দুই জঙ্গি ২০২০ সালের জুলাইয়ে বিজেপি নেতা ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইকে হত্যায় জড়িত ছিল।
গত বছর জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলায় নিহত হন বিজেপি নেতা ওয়াসিম বারি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর বাবা ও ভাইয়ের। নিহত ওয়াসিম বারি বান্দিপোরা জেলার প্রাক্তন বিজেপি সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টা নাগাদ বান্দিপোরা থানার কাছে নিজের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন ওয়াসিম। সেই সময় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। বাঁচাতে গিয়ে ওয়াসিমের বাবা বশির ও ভাই উমর সুলতান গুলিবিদ্ধ হন। ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, নিহত বিজেপি নেতার পরিবারের সুরক্ষার দায়িত্বে ছিলেন ৮ জন নিরাপত্তারক্ষী। কিন্তু, ঘটনার সময় কেউ সঙ্গে ছিলেন না! তার আগে জুন মাসে অনন্তনাগে কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধি অজয় ভারতীকে গুলি করে খুন করে জঙ্গিরা।
উল্লেখ্য, দিনকয়েক আগেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চিত্রাগাম অঞ্চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। এক জঙ্গিকে খতম করা হয় বলে জানা যায়। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খতম জঙ্গির নাম এনায়েত আহমেদ দার। তার আগে অগাস্ট মাসে এনকাউন্টারে খতম হয় তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সোপোরে এনকাউন্টারের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ট্যুইট করে বিষয়টি জানায় কাশ্মীর জোন পুলিশ। সোপোরে কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। প্রচুর অস্ত্র-শস্ত্র নিয়ে ছিল জঙ্গিরা। পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। তিন জঙ্গিকে খতম করা হয়। ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)