Jammu and Kashmir: ‘ভুলা দেনা মুঝে’, কাশ্মীরে ডিজি খুনে অভিযুক্তের ডায়েরি উদ্ধার, গায়ে আগুন দেন নিজেও!
Crime News: অভিযুক্ত যুবককে ইয়াসির আহমেদ নামে শনাক্ত করা গিয়েছে। তাঁর বয়স ৩৬ বছর। উপত্যকার ডিজি (কারা) হেমন্ত লোহিয়া (৫৭)-র বাড়িতে কর্মরত ছিলেন ইয়াসির।
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ডিজি (কারা)-র রহস্যমৃত্যুতে নয়া তথ্য পুলিশের হাতে (Jammu and Kashmir)। গলার নলি কাটা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। বাড়ির গৃহ সহায়ক ঘটনার পর থেকেই ফেরার। তাঁর উপরই শুরু থেকে সন্দেহ ছিল পুলিশের (DG Prison Murder)। এ বার তাঁর ডায়েরি হাতে পেল পুলিশ। তা দেখে পুলিশের ধারণা, ওই যুবক অবসাদে ভুগছিলেন। যদিও ইতিমধ্যেই ডিজি (কারা)-কে হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা। কিন্তু গৃহ সহায়কের ভূমিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত, এ নিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় বলে মনে করছে উপত্যকার পুলিশ।
কাশ্মীরে ডিজি (কারা) খুনে অভিযুক্ত গৃহ সহায়ক ইয়াসির
অভিযুক্ত যুবককে ইয়াসির আহমেদ নামে শনাক্ত করা গিয়েছে (Yasir Ahmed)। তাঁর বয়স ৩৬ বছর। উপত্যকার ডিজি (কারা) হেমন্ত লোহিয়া (৫৭)-র (Hemant Kumar Lohia) বাড়িতে কর্মরত ছিলেন ইয়াসির। পুলিশের সন্দেহ, ভাঙা কাচের বোতল ব্যবহার করে প্রথমে নলি কেটে ডিজি-কে খুন করেন ইয়াসির। নিজের গায়েও আগুন দেন। কোও রকমে তার ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন তিনি। ইয়াসিরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইয়াসিরের ছবি এবং ডায়েরির কিছু লেখা প্রকাশ করেছে পুলিশ। তাঁকে হাতে পেতে উপত্যকাবাসীর সাহায্য চাওয়া হয়েছে।
ইয়াসিরের ডায়েরি থেকে যে লেখা প্রকাশ করা হয়েছে, তাতে জনপ্রিয় হিন্দি গান ‘ভুলা দেনা মুঝে’-র (আমাকে ভুলে যেও) উল্লেখ রয়েছে। পর পর পাতায় লেখা রয়েছে, ‘জীবনের প্রতি ঘৃণা জন্মে গিয়েছে, দুঃখ ছাড়া কিছু নেই জীবনে’। পাতার এক জায়গায় মোবাইল ফোনের ব্যাটারি এঁকেছেন ইয়াসির। তার পাশে লেখা রয়েছে, ‘জীবনের মেয়াদ ১ শতাংশ, ভালবাসা ০ শতাংশ, দুশ্চিন্তা ৯০ শতাংশ, দুঃখ ৯৯ শতাংশ, ভুয়ো হাসি ১০০ শতাংশ’।
উদ্ধার হওয়া ডায়েরিতে আরও লেখা রয়েছে, ‘প্রিয় মৃত্যু, আমার জীবনে নেমে এসো। ভেঙে পড়েছি। প্রতিটি দিন, সপ্তাহ, মাস, বছর, গোটা জীবনটাই খারাপ আমার’। ইয়াসিরের ছবি প্রকাশ করে উপত্যকাবাসীর কাছে জম্মু-কাশ্মীর পুলিশের আর্জি, ইয়াসির সম্পর্কে যার কাছে যা তথ্য আছে, তা পুলিশকে এসে জানাতে।উপত্যকার এডিজি জানিয়েছেন, ইয়াসিরই মূল অভিযুক্ত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক যেমন আগ্রাসী ছিলেন, তেমনই অবসাদগ্রস্তও ছিলেন।
অভিযুক্তের নাগাল পেতে উপত্যকাবাসীর সাহায্যপ্রার্থনা পুলিশের
যে সময় উপত্যকা সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই সময়ই ডিজি (কারা)-র রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। ৯৫২ ব্যাচের আইপিএস অফিসার তিনি। চলতি বছরের অগাস্ট মাসেই উপত্যকার ডিরেক্টর জেনারেল অফ প্রিজন পদে নিযুক্ত হন। সোমবার জম্মুর উদয়ওয়ালায় একটি বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল দেহটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত আধিকারিকের নিজের বাড়িতে মেরামতির কাজ চলছে। তাই বন্ধু রাজীব খাজুরিয়ার ওই বাড়িতে পরিবারকে নিয়ে থাকছিলেন তিনি। সেখানেই এই ঘটনা ঘটে।