Jammu Kashmir Encounter: পুঞ্চ-রাজৌরিতে জঙ্গি-বিরোধী অভিযানে শহিদ আরও ৪ জওয়ান
১৪ অক্টোবর জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন সুবেদার অজয় সিংহ ও নায়েক হরেন্দ্র সিংহ-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়...
জম্মু : জঙ্গি-বিরোধী অভিযান চলাকালীন শহিদ আরও চার জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন এক জেসিও। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলার ঘটনা। শনিবার পঞ্চম দিনে পড়ল জঙ্গি-দমন অভিযান। এপর্যন্ত অভিযান চলাকালীন দুই জেসিও(জুনিয়র কমিশনড অফিসার) সহ ৯ জওয়ান শহিদ হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, পুঞ্চের মেন্ধর জেলায় নর খাস এলাকার গভীর জঙ্গলে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সেই সময় সুবেদার অজয় সিংহ ও নায়েক হরেন্দ্র সিংহ শহিদ হন। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে যোগ দিয়েছিলেন তাঁরা। জঙ্গল এলাকায় জঙ্গিদের আস্তানার খোঁজে চলছিল এই অভিযান।
১৪ অক্টোবর জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন সুবেদার অজয় সিংহ ও নায়েক হরেন্দ্র সিংহ-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গি-দমনে এবং জওয়ানদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের অভিযান চলছে অনবরত। সুবেদার অজয় সিংহ ও নায়েক হরেন্দ্র সিংহ শহিদ হয়েছেন। আজ সন্ধেয় তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।
ওই এলাকায় এখনও অভিযান চলছে। এদিকে গত ১১ অক্টোবর জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে সেনার ৫ জওয়ানের শহিদ হওয়ার কথা জানা গিয়েছিল। ঘটনাটি ঘটে পুঞ্চ জেলায়। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, খবর আসে, পুঞ্চ জেলার সুরানকোটের অন্তর্গত ডেরা কি গলি অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।
সেনার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, সূত্র মারফৎ খবর আসে যে নিয়ন্ত্রণরেখা টপকে ৪-৫ সশন্ত্র জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে পুঞ্চের চামেরার জঙ্গলে লুকিয়ে রয়েছে। খবর পেয়েই অভিযানে নামে বাহিনী। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডেরা কি গলি নিকটবর্তী একটি গ্রামে অভিযান চালানো হয়। বাহিনীকে দেখতে পেয়েই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে গুরুতর জখম হন সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং আরও চার জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত ঘোষণা করা হয়।