Kangana Ranaut: বছরের শেষে নির্বাচন হিমাচলে, বিজেপি-র হয়ে মাঠে নামতে চান ‘ঘরের মেয়ে’ কঙ্গনা
Himachal Pradesh Election 2022: এ বছর ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটগণনা ৮ ডিসেম্বর।
নয়াদিল্লি: অভিনেত্রী হিসেবে নামডাক রয়েছে বিস্তর। কিন্তু রাজনৈতিক তথা সামাজিক বিষয়ে মন্তব্য করার জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের অনুগত তকমা জুটেছে। তবে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বরং বিজেপি সরকার (BJP) সুযোগ দিলে তাদের হয়ে রাজনীতিতে পদার্পণ করতে তৈরি বলে জানিয়ে দিলেন।
বিজেপি-র হয়ে হিমাচলের রাজনীতিতে নামতে আগ্রহী কঙ্গনা!
হিমাচল প্রদেশের (Himachal Pradesh Election 2022) মেয়ে কঙ্গনা। সেখানে বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে ব্যস্ত বিজেপি। সেই আবহেই তাদের হয়ে মাঠে নামতে আগ্রহ প্রকাশ করলেন কঙ্গনা। নিজ জন্মভূমে মানুষের জন্য কাজ করতে পারলে গর্ববোধ করলেন বলে জানিয়ে দিলেন। তার জন্য কোনও শর্তও নেই কঙ্গনার। তাঁর কথায়, “পরিস্থিতি যাই হোক না কেন, সরকার চাইলে যে কোনও ভূমিকায় নামতে রাজি আছি।”
একটি আলোচনা সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন কঙ্গনা। তিনি বলেন, “হিমাচল প্রদেশের মানুষ যদি আমাকে সেবার সুযোগ দেন, তা আমার কাছে সম্মানেরই। আমারই সৌভাগ্যের বিষয় হবে।” মানালির মেয়ে তিনি, সেখানকার মানুষের জীবনের উন্নতি ঘটাতে পারলে, তিনি গর্ববোধ করবেন বলে জানিয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন: Narendra Modi: ‘এক দেশ, পুলিশের এক উর্দি’র প্রস্তাবের পক্ষে সওয়াল মোদির, বাড়ছে বিতর্ক
এ বছর ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটগণনা ৮ ডিসেম্বর। তার আগে হিমাচলের মেয়ে কঙ্গনার এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। কারণ এর আগে একাধিক বার বিজেপি-র হয়ে গলা চড়ানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন কঙ্গনা। আবার তাঁকে ব্যবহার করে বিরোধীদের নিশানা করার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধেও। তবে বিজেপি-র হয়ে সক্রিয় রাজীনীতিতে নামার কথা কখনও বলতে শোনা যায়নি তাঁকে। বরং চলতি মাসেই কঙ্গনা জানিয়েছিলেন, তিনি সক্রিয় রাজনীতিতে আসতে আগ্রহী নন একেবারেই। তাই নির্বাচনের ঠিক আগে সুর বদলে জল্পনা জোর পেয়েছে।
চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশে
মায়ানগরীতে বরাবরই বিতর্কিত চরিত্র হয়ে থেকেছেন কঙ্গনা। গণমাধ্যমেও তার ব্যাতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়ায় একসময় কৃষক, সংখ্যালঘুদেরও আক্রমণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্যের জন্য় তাঁর ট্যুইটার অ্যাকাউন্টও বন্ধ হয়ে যায়। তবে ধনকুবের ইলন মাস্তের হাতে ট্যুইটারের মালিকানা ওঠায়, ফের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী কঙ্গনা।






















