BJP Minister Sex Scandal: 'সত্যতা যাচাই করে ব্যবস্থা', কর্ণাটক মন্ত্রীর যৌন ভিডিও নিয়ে সাফাই প্রহ্লাদের
'মহিলাকে চিনিই না, অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব...', সাফাই অভিযুক্ত রমেশ জর্কিহোলির
হুবলি (কর্ণাটক): কর্ণাটকের মন্ত্রী রমেশ জর্কিহোলির ফাঁস হওয়া যৌন ভিডিও টেপের সত্যতা যাচাইয়ের পরই কোনও প্রকার ব্যবস্থাগ্রহণ করা হবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।
তিনি বলেন, আমি সংবাদমাধ্যমে ওই ভিডিওটি দেখেছি। আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও দলীয় সভাপতির সঙ্গে কথা বলব। ওই সিডি-র সত্যতা যাচাই করা হবে। তারপর যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।
ইতিমধ্যেই, এই ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সমাজকর্মী দীনেশ কাল্লাহাল্লি বলেন, আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি। সেখানে মন্ত্রীর এই যৌন কেলেঙ্কারির তদন্ত দাবি করেছি।
যদিও, অভিযুক্ত মন্ত্রী রমেশ জর্কিহোলির তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব। রমেশ বলেন, আমি ওই মহিলা বা অভিযোগকারীকে চিনিই না। আমি এই নিয়ে হাই কমান্ডের সঙ্গে দেখা করব এবং এই ঘটনায় আমার সাফাই পেশ করব।
মন্ত্রীর আরও দাবি, তিনি ওই ঘটনার সময় শহরে ছিলেন না। বলেন, আমি মহীশূরে ছিলাম। চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। ভিডিওটা কী নিয়ে, তাও জানিনা। বলেন, এটা আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাব। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
বেঙ্গালুরু সেন্ট্রাল পুলিশের ডিসি জানিয়েছেন, রমেশের বিরুদ্ধে দায়ের করা দীনেশের অভিযোগ পেয়েছি। সেই মোতাবেক তদন্ত চলছে।
এদিকে, যৌনকাণ্ডে অভিযুক্ত রমেশ জার্কিহোলির বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ দেখিয়েছে কংগ্রেস।