Sabarimala Temple Reopens: খুলছে শবরীমালা, বদলাচ্ছে বেশ কিছু নিয়ম
Sabarimala Temple Rules: আপাতত সামনের দু'মাসব্যাপী মান্ডালা পুজো উৎসব ও মাকারাভিলাকু উৎসব চলবে শবরীমালায়।
তিরুঅনন্তপুরম (কেরল) : ফের খুলছে শবরীমালা মন্দির (Sabarimala Temple)। আজ সোমবার (১৫ নভেম্বর) থেকে টানা ৪১ দিনের জন্য এবারে খোলা থাকবে কেরলের (Kerala) পাথানাম্মিথা (Pathanamthitta) জেলায় অবস্থিত শবরীমালা মন্দির। আপাতত ২৬ ডিসেম্বর পর্যন্ত মান্ডালা পুজো উৎসবের (Mandala puja festival) জন্য খোলা থাকার পর ক'দিনের জন্য বন্ধ থাকবে মন্দির। ফের ৩০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মাকারাভিলাকু উৎসবের (Makaravilakku festival) জন্য খোলা হবে শরবীমালা। এবারে কোভিড আবহের কথা মাথায় রেখে একাধিক নিয়মকানুন বলবৎ করা হয়েছে শবরীমালার উদ্দেশ্যে পাড়ি দিতে চলা পুণ্যার্থীদের জন্য।
শবরীমালায় ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনিতেই গত কয়েকবছর ধরে তোলপাড় চলেছে দেশজুড়ে। দেশের একাধিক আদালতে চলেছে মামলাও। যদিও এবারের উৎসবেও মহিলাদের প্রবেশাধিকার দেয়নি স্থানীয় প্রশাসন। তবে কোভিড আবহের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রিত রাখতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন, শবরীমালা যাত্রার জন্য পুণ্যার্থীদের ডবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ( vaccination certificate) বা ৭২ ঘণ্টার মধ্যে করানো নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট (RT-PCR test report) লাগবে। প্রত্যেক পুণ্যার্থীকে সঙ্গে রাখতে হবে আধার কার্ডও (Aadhaar cards)। পাহাড়পথে শবরীমালার উদ্দেশ্যে রওনা দিতে হয়, সেই পথে থাকবে মেডিক্যাল অ্যাসিটেন্সও। কেউ যদি শ্বাস-প্রশ্বাসের সমস্যা বা বুকের ব্যথা অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে তাদের সেই জায়গায় নিয়ে গিয়ে চেক-আপের ব্যবস্থাও থাকবে বলেই জানিয়েছেন কেরলেন স্বাস্থ্যমন্ত্রী।
পাশাপাশি এবারে শবরীমালা মন্দিরে যাওয়ার জন্য শুধুমাত্র স্বামী আয়াপ্পান রোড খোলা থাকবে বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। শবরীমালা মন্দির পথের পাশাপাশি বিভিন্ন চেক পয়েন্টে এবারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকছে বলেই স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- কড়া নিরাপত্তায় খুলল শবরীমালা মন্দিরের দ্বার, পাম্বা থেকেই ১০ মহিলাকে ফেরত পাঠাল পুলিশ