KGF Chapter 2: 'কেজিএফ চ্যাপ্টার টু' দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের
বসন্ত কুমার নামে এক যুবক এদিন কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2) দেখতে গিয়েছিলেন। সেখানেই সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে আরও এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
নয়াদিল্লি: 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2) দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কর্ণাটকের এক যুবকের। সিনেমা হলে বচসা জড়িয়ে গুলিবিদ্ধ সাতাশ বছরের যুবক। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমনটাই।
'কেজিএফ চ্যাপ্টার টু' দেখতে গিয়ে গুলিবিদ্ধ যুবক-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, বসন্ত কুমার নামে এক যুবক এদিন কর্ণাটকের (Karnataka) রাজশ্রী সিনেমা হলে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2) দেখতে গিয়েছিলেন। সেখানেই সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে আরও এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জানা যাচ্ছে, সামনের আসনে পা রেখেছিলেন বসন্ত নামে ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে আক্রমণকারীর সঙ্গে তীব্র বচসা বাধে তাঁর। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায় আক্রমণকারী। কিন্তু কিছুক্ষণ পরই যে সেই বচসা মর্মান্তিক রূপ নেবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। সিনেমা হল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফিরে আসে আক্রমণকারী। আচমকাই পিস্তল বের করে বসন্তের দিকে তাক করে গুলি চালায় সে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই যুবককে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এই মুহূর্তে বিপদমুক্ত ওই যুবক। স্থানীয় পুলিশ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন - KGF Chapter 2 Box Office: প্রথম সপ্তাহের শেষে কত টাকার ব্যবসা করল 'কেজিএফ চ্যাপ্টার টু'?
প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2)। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী এক সপ্তাহেই ৭০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। পাশাপাশি এই ছবির হিন্দি ভার্সনও (KGF: Chapter 2 Hindi) ইতিমধ্যেই ২৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। সবথেকে কম সময়ে ২৫০ কোটি টাকার ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় 'বাহুবলী টু'কে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গিয়েছে দক্ষিণী সুপারস্টার যশের ছবি।