KK Last Song: মে মাসেই চলে গিয়েছিলেন তিনি, এবার এই হিন্দি সিনেমায় থাকছে KK-র গাওয়া শেষ গান..
KK Last Song : KK-র অনুরাগীদের জন্য সুখবর, শিল্পীর শেষ গান থাকছে এবার এই হিন্দি সিনেমায়..
মুম্বই: বাইশ সালের মে মাসের শেষ তারিখে একটা খবরে থমকে গিয়েছিল মহানগর তথা গোটা দেশ। KK-র আচমকা মৃত্যুটা কেউ মেনে নিতে পারেননি। দেখতে দেখতে বাইশ পেরিয়ে চব্বিশ সাল। ভোলার নয় সত্যিই সেই দিন। এটাই সেই মে মাস ! তবে তিনি চলে গিয়েও রয়ে গিয়েছেন কোটি কোটি ভারতবাসীর বুকে। তবে মৃত্যুর মাসে, কেকে-র অনুরাগীদের জন্য প্রকাশ্যে একটি ভাল খবর। মুকেশ ভাট প্রযোজিত হিন্দি সিনেমায় থাকছে এবার KK-র গাওয়া শেষ গান (KK Last Song)।
মে মাসে চিরবিদায় নিয়েছিলেন KK
মে মাসে কলকাতায় তখন বেশ গরম। সঙ্গে আর্দ্রতা। একটানা স্টেজ পারফরমেন্সের পরই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। গাড়িতে উঠে বলেছিলেন, এসিটা একটু চড়া করতে। তখনও অবধি কেউ সেদিন বুঝতে পারেনি, যে ওভাবে হৃদয় ছুঁইয়ে তিনি চলে যাবে না ফেরার দেশে। ৩১ মে সন্ধ্যা পেরিয়ে তখন রাত, এল খারাপ খবর। এক লহমায় কালো মেঘে ঢেকে গেল মহানগর তথা দেশ। না, তিনি কাউকেই চিকিৎসা করার সুযোগ দেননি। খুবই অল্প বয়েসে হাসি মুখেই চিরবিদায় নিয়েছিলেন। KK গাওয়া শেষ গান এবার খুব শীঘ্রই প্রকাশ্যে আসছে। আজ্ঞে হ্যাঁ, অনিল কাপুর, দিব্যা খোসলা, হর্ষবর্ধন রানে অভিনীত সাভি-তে। ইতিমধ্যেই সাভির ট্রেলর প্রকাশ্যে এসেছে। প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, এই ছবিতে KK-র গাওয়া শেষ গানটি থাকবে।
আরও পড়ুন, সিটি বাজাকে বোল ভাইয়া আল ইজ় ওয়েল... কেকেআর ফাইনালে, খোশমেজাজে শাহরুখ
বলিউড অভিষেক
দিল্লি বিশ্ব বিদ্যালয়ের অধীনস্ত কিরোরি মাল কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হয়েছিলেন তিনি। এরপর ৮ মাস একটি হোটেলের বিপণন নির্বাহী হিসেবে কাজ করেছিলেন কেকে। তারপর ১৯৯৪ সালে মুম্বইয়ে পাড়ি। আর ফিরে তাঁকাতে হয়নি তাঁকে। একাধিক ভাষার জিঙ্গেলে তিনি কণ্ঠ দেন। মোট ১১ টি ভাষায় সাড়ে ৩ হাজার বিজ্ঞাপণের জিঙ্গেলে গলা দেন তিনি। আর তারপর ১৯৯৬ সালে বড়সড় সাফল্য। এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় তিনি কাজ করার সুযোগ পান। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনশালীর ছবি, হাম দিল দে চুকে সনাম-এ তাঁর বলিউড অভিষেক হয়। তড়প তড়প ইস দিল্ সে-তাঁর সেই গান ছুঁয়ে যায় তামাম ভারতবাসীর বুকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।