Lakhimpur Kheri: উত্তপ্ত লখিমপুর খেরির উদ্দেশে রওনা দিল তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল
প্রতিনিধিদলে রয়েছেন দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব...
অনির্বাণ বিশ্বাস, কলকাতা: উত্তরপ্রদেশের লখিমপুরে গাড়িতে পিষে ও গুলিতে ৮ জনকে খুনের পর উত্তপ্ত সেখানকার পরিস্থিতি।
গতকালই ট্যুইটে নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, লখিমপুর খেরিতে বর্বর ঘটনার কড়া নিন্দা করছি। কৃষক ভাইদের প্রতি বিজেপির বিরূপ মনোভাবে আমি ব্যথিত। ... কৃষকদের প্রতি সব সময় নিঃশর্ত সমর্থন থাকবে।
আজ সকালে তৃণমূলের ৫ জনের প্রতিনিধিদল লখিমপুরের উদ্দেশে রওনা দিয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব।
এদিন বিমানবন্দরে দোলা সেন জানান, দলের পক্ষ থেকে ৫ জনের প্রতিনিধিদল উত্তরপ্রদেশ যাচ্ছে। লখিমপুর খেরিতে কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে যাবে দল।
দোলা বলেন, তানাসাহি চলছে উত্তরপ্রদেশ। দেশজুড়ে মানুষের ওপর অত্যাচার চলছে। কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই আমাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন।
তিনি যোগ করেন, শুধু উত্তরপ্রদেশ না, ত্রিপুরাতেও একই ঘটনা ঘটছে ২০২১ সালে বাংলার মানুষ রায় দিয়েছে। ২০২৩ সালে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও ত্রিপুরার মানুষ রায় দেবে। আর ২০২৪ সালে এই সরকারের (কেন্দ্র) অবসান হবে।
এপ্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, বাংলায় সর্বনাশ করে দিয়েছেন। এবার বাকি জায়গায় করুন। লখিমপুর খেরির ঘটনার প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ওখানে কোনও একটা বিতর্কিত ব্যাপার হয়েছে। ওখানকার বাসিন্দারাই বলতে পারবেন কি হয়েছে। তবে, যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করা হচ্ছে, তাতে সত্যকে ঠিক সামনে আনা হচ্ছে না।
গতকাল উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষক সহ ৮ জনকে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগ ওঠে। বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে।
পাল্টা কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশের বিরুদ্ধে তাদের দলের ৩ কর্মী ও এক চালককে হত্যার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ফলে, রবিবার দুপুর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। রাস্তায় রাস্তায় পুলিশের ব্যারিকেড। ইতিমধ্যে লখিমপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট।
বিরোধী রাজনৈতিক দলের নেতাদের লখিমপুরে যেতে দিচ্ছে না যোগী সরকার। লখিমপুর খেরিতে যাওয়ার পথে হারগাঁওতে গ্রেফতার প্রিয়ঙ্কা গাঁধী। এমনটাই দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। প্রিয়ঙ্কার অভিযোগ, কোনও ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেছেন, সেখানে যেন কংগ্রেস শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়ার বিমান নামতে না দেওয়া হয়।
উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, আশিস মিশ্রর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাঁর বিরুদ্ধে খুনের মতো গুরুতর ধারা দেওয়া হয়েছে।
পুলিশের তরফে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ৮ জনের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। বিএসপি প্রধান মায়াবতী লখিমপুর খেরির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: কৃষককে 'পিষে মারল' মন্ত্রীর ছেলে, নিন্দায় সরব মমতা
আরও পড়ুন: লখিমপুর খেরি যাওয়ার পথে গ্রেফতার প্রিয়ঙ্কা গাঁধী, দাবি কংগ্রেসের