Lakhimpur Kheri violence : এখনও ময়নাতদন্তের রিপোর্ট মেলেনি, লখিমপুরের ঘটনায় অভিযোগ নিহত বিজেপি কর্মীদের পরিবারের
এই ঘটনায় উত্তপ্রদেশ পুলিশ এখনও পর্যন্ত আশিস মিশ্র সহ তিন জনকে গ্রেফতার করেছে...
লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ) : বিচার চাইল লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত বিজেপি কর্মীদের পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশ এই মামলায় এফআইআর রুজু করেনি। এমনকী তাঁরা ময়নাতদন্তের রিপোর্টও পাননি বলে অভিযোগ জানিয়েছেন শুভম মিশ্রের পরিবার।
সংবাদ সংস্থা এএনআই-কে নিহত হরি ওমের(আশিস মিশ্র টেনির চালক) আত্মীয় জানিয়েছেন, এখনও পর্যন্ত এফআইআর রুজু করা হয়নি। এমনকী মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টও পাওয়া যায়নি। এর পাশাপাশি ওই আত্মীয় রাকেশ টিকায়েত-কে 'ক্রিয়ার প্রতিক্রিয়া' মন্তব্যের জন্য তোপ দেগেছেন। তিনি বলেন, টিকায়েত সংবিধান মানেন না। তিনি অপরাধীদের খুঁজে বের করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
অন্যদিকে অপর এক নিহত শুভমের বাবা বলেন, ওঁরা কৃষক হতে পারেন না। কোনও কৃষক এত নৃশংসভাবে হত্যা করতে পারেন ? তাছাড়া তিনি এই ঘটনায় কোনও সন্দেহজনক গোষ্ঠীর যুক্ত থাকার অভিযোগ তুলেছেন।
গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। যদিও ঘটনার পর তাঁকে পাওয়া না যেতে জারি হয়েছিল নোটিস। সুপ্রিম কোর্টের কড়া ভর্ত্সনার পর লখিমপুরকাণ্ডের ৬ দিন পর, অবশেষে গ্রেফতার হন আশিস মিশ্র। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেওয়া হলেও, পুলিশের কাছে হাজির হননি মন্ত্রী-পুত্র। শনিবার, সকালে লখিমপুর পুলিশ লাইনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। সূত্রের খবর, মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন খোদ DIG।
এই ঘটনায় উত্তপ্রদেশ পুলিশ এখনও পর্যন্ত আশিস মিশ্র সহ তিন জনকে গ্রেফতার করেছে।