Lata Mangeshkar Passes Away: 'যে শূন্যতা রেখে গেছেন তা পূরণ করা কঠিন' লিখলেন ধনকড়, শোকজ্ঞাপন রাহুল, শাহের
Lata Mangeshkar Passes Away : তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজনীতিক থেকে সঙ্গীত ও সংস্কৃতি জগতের মানুষজন
নয়াদিল্লি : প্রায় ১ মাসের যুদ্ধ শেষ। ব্রিজ ক্যান্ডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar) । করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলে হাসপাতালে। ' ভাষা হারিয়েছি। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। ' লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ( PM Modi) ।' সুর হারাল ভারত' , ট্যুইট রাজনাথের। ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজনীতিক থেকে সঙ্গীত ও সংস্কৃতি জগতের মানুষজন। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ( Jagdeep Dhankhar ) । তিনি লিখেছেন, ' ভারতরত্ন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ #লতামঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত। তিনি যে শূন্যতা রেখে গেছেন তা পূরণ করা কঠিন। প্রজন্ম চিরকাল তাঁর অমর সুরেলা কণ্ঠের জন্য সংস্কৃতির কিংবদন্তিকে স্মরণ করবে যা মানুষকে মন্ত্রমুগ্ধ করবে।'
Anguished at passing of Bharat Ratna- all time greatest #LataMangeshkar. The void she leaves is difficult to be filled. Generations will ever remember the legend of culture for her immortalised melodious voice that would ever mesmerise people.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 6, 2022
কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী লেখেন, লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত। দশকের পর দশক ধরে তিনি ভারতের সবথেকে প্রিয় কণ্ঠ। তাঁর স্বর্ণকণ্ঠ অমর এবং তার ভক্তদের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।
Received the sad news of Lata Mangeshkar ji’s demise. She remained the most beloved voice of India for many decades.
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022
Her golden voice is immortal and will continue to echo in the hearts of her fans.
My condolences to her family, friends and fans. pic.twitter.com/Oi6Wb2134M