Lions Corona Positive: করোনায় মৃত্যু সিংহীর, তামিলনাড়ুর চিড়িয়াখানায় সংক্রমিত অন্য ৯
১১টির মধ্যে ৯টি সিংহেরই রিপোর্ট পজিটিভ আসে।
চেন্নাই : তামিলনাড়ুর চিড়িয়াখানায় ১১টির মধ্যে ৯টি সিংহ করোনা আক্রান্ত। যার মধ্যে মৃত্যু হয়েছে এক সিংহীর। আরিগনর আন্না জুওলকিক্যাল পার্কের পক্ষ থেকে যে খবর স্বীকার করে নেওয়া হয়েছে।
তামিলনাড়ুর সাফারি পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ মে পাঁচটি সিংহের মধ্যে খাবার ইচ্ছে না থাকা দেখা যায়। মাঝে মধ্যেই কাশিও। পার্কে থাকা চিকিৎসকরা দ্রুত তাদের চিকিৎসার কাজ শুরু করেন। তাঁর পরামর্শেই মোট ১১ সিংহের ন্যাসাল সোয়াব, রক্তের নমুনা পাঠানো হয় মধ্যপ্রদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিজিজেজ-র কাছে।
যে ফলাফল এসে পৌঁছেছে, তাতে দেখা গিয়েছে, ১১টির মধ্যে ৯টি সিংহেরই করোনা রিপোর্ট পজিটিভ। এর মাঝেই গতকাল বিকেলের দিকে ৯ বছরের সিংহী নিলা মারা গিয়েছে। যার কোনওরকম উপসর্গ প্রথমদিকে ছিল না। অবশ্য ন্যাসাল ডিসচার্জ হওয়ার পরই তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করা শুরু হয়েছিল।
যে সিংহদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদেরকে কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি সিংহীটির মৃত্যুর কারণ করোনাই কি না সেটা খতিয়ে দেখতে তাঁর ও বাকি সিংহদের নমুনা হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি ও বরেলি ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে বলেই জানানো হয়েছে। মৃত সিংহীর শরীরে কোনও কো-মর্বিডিটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
আপাতত সিংহদের সর্বক্ষণের দেখভালের জন্য একটি দল নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পশুদের দেখভালের দায়িত্বে যারা রয়েছে তাদের থেকে শুরু করে সমস্ত চিকিৎসক সবার জন্যই পশুদের কাছে যাওয়ার সময় পিপিই কিট পড়া বাধ্যতামূলক করা হয়েছে।
এমনিতেই গোটা ভারত লড়ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে। এই মুহূর্তে গোটা দেশেই কোভিডের গ্রাউ কিছুটা নিম্নমুখী। তবে এসবের মাঝেই এভাবে সিংহদের করোনা আক্রান্ত হওয়া ও এক সিংহীর মৃত্যুতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে তাদের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ হল তা নিয়ে চলছে চর্চা।