MP Panchayat Polls: ওমিক্রনের জের, মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের
Madhyapradesh Panchayat Polls:সারা দেশের মতো করোনার ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট কামড় বসিয়েছে মধ্যপ্রদেশেও। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত।
নয়াদিল্লি: দেশে ওমিক্রন (Omicron) সংক্রমণের মধ্যেই এবার ভোট স্থগিতের সিদ্ধান্ত। মধ্যপ্রদেশে (Madhyapradesh) পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Home Minister Narottam Mishra) জানান, "ভোট স্থগিতের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপালের (Governor) কাছে। রাজ্যপাল সিদ্ধান্ত অনুমোদন করলে পঞ্চায়েত ভোট (Panchayat Polls) পিছোবে।''
সারা দেশের মতো করোনার ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট (Variant) কামড় বসিয়েছে মধ্যপ্রদেশেও। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল, তাও স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Home Minister Narottam Mishra) জানান, " “নির্বাচন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভোট স্থগিতের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপালের (Governor) কাছে। রাজ্যপাল সিদ্ধান্ত অনুমোদন করলে পঞ্চায়েত ভোট (Panchayat Polls) পিছিয়ে দেওয়া হবে।''
উল্লেখ্য, মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন ৬ জানুয়ারি, ২৮ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি, ২০২২ - এই তিনটি ধাপে হওয়ার কথা। দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২২। মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০৮। দিল্লিতে ৭৯, গুজরাতে ৪৩, তেলেঙ্গানায় ৪১, কেরলে ৩৮, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৪ এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩১। শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে একদিনে আক্রান্ত হয়েছেন ৮ জন।
যেভাবে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের (Variant) জেরে সংক্রমণ বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য সরকার (State Government)। এই পরিস্থিতি ভোট হলে সংক্রমণ আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। কারণ ভোট মানেই দিকে দিকে মিটিং, মিছিল। আর তাতে জমায়েতও হবে। ফলে সংক্রমণ ছড়াবে দ্রুত গতিতে।
আরও পড়ুন: Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে গুলির লড়াইয়ে মৃত ISJK জঙ্গি