Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে গুলির লড়াইয়ে মৃত ISJK জঙ্গি
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (Inspector-General of Kashmir police) বলেছেন, মৃত জঙ্গি বিজবেহরা থানার এএসআই মহম্মদ আসরফকে খুনের ঘটনায় যুক্ত ছিল। মৃত জঙ্গির পরিচয়ও জানা গিয়েছে।
Encounter in Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর (ISJK)-এর সঙ্গে যুক্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে।
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (Inspector-General of Kashmir police) বলেছেন, মৃত জঙ্গি বিজবেহরা থানার এএসআই মহম্মদ আসরফকে খুনের ঘটনায় যুক্ত ছিল। মৃত জঙ্গির পরিচয়ও জানা গিয়েছে। তার নাম ফহিম ভাট। সে ছিল কাদিপোরা এলাকার বাসিন্দা।
শ্রীগুফওয়াড়ায় গুলির লড়াইয়ে জঙ্গির মারা যাওয়ার কথা জানিয়ে কাশ্মীর জোন পুলিশ আইজিপি কাশ্মীরকে উদ্ধৃত করে ট্যুইট করেছে। ট্যুইটে বলা হয়েছে, গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। জানা গেছে, দক্ষিণ কাশ্মীরের শ্রীগুফওয়াড়ায় কে কালান এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় শনিবার রাত থেকে।
গতকাল গুলির লড়াই পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছিল
উল্লেখ্য, গতকালই জম্মু ও কাশ্মীরে ভিন্ন ভিন্ন সংঘর্ষে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছিল। যে জঙ্গিরা মারা গিয়েছিল, তাদের মধ্যে একজন ছিল আইইডি বিশেষজ্ঞ। সোপিয়ান জেলায় লস্কর-ই-তৈবার এক জঙ্গির মৃত্যু হয়েছিল। অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় আনসার গাজওয়াত-উল-হিন্দের দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ে এক জঙ্গির মৃত্যু হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি নিরাপত্তা বাহিনীর
জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোপিয়ানের চৌগাম গ্রামে জঙ্গিদের থাকার খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। তিনি জানিয়েছেন, তল্লাশির সময় জঙ্গিদের ওই এলাকায় থাকার কথা জানা য়ায়। জঙ্গিদের আত্মসমর্পণ করারও সুযোগ দেওয়া হয়। যদিও জঙ্গিরা আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেয়। তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। ফলে শুরু হয়ে যায় দুই পক্ষের গুলির লড়াই।