Maharashtra BREAKING NEWS : আজই ইস্তফা দেবেন উদ্ধব ঠাকরে? ইঙ্গিতপূর্ণ ট্যুইট রাউতের
Maharashtra Crisis live : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। জানুন প্রতি মুহূর্তের আপডেট
মুম্বই: মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। এরই মধ্যে জল্পনা বাড়াল সঞ্জয় রাউতের ট্যুইট।আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, খবর সূত্রের। বিধানসভা ভাঙার ইঙ্গিত শিবসেনা সঞ্জয় রাউতের। ‘মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙার পথে এগোচ্ছে’, ট্যুইট শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের।
महाराष्ट्रातील राजकीय घडामोडींचा प्रवास विधान सभा बरखास्तीचया दिशेने..
— Sanjay Raut (@rautsanjay61) June 22, 2022
' সঙ্গে ৪০ জন বিধায়ক '
বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। আজ সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে। গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন। এরইমধ্যে গুয়াহাটির ওই হোটেল ঘিরে বসানো হয়েছে কড়া নিরাপত্তা বলয়।
একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অবশ্য দাবি, গুয়াহাটিতে যাওয়া শিবসেনার বিধায়কদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। আজ সকালে কথা হয়েছে একনাথ শিন্ডের সঙ্গেও। তাঁর দাবি, তাড়াতাড়িই গুয়াহাটি থেকে শিবসেনার বিধায়করা মুম্বই ফিরে আসবেন। সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হয় শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।
দুপুর ১২ টার শিরোনাম : ১। মহারাষ্ট্রে মহাসঙ্কট, বিধানসভা ভাঙার ইঙ্গিত শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব, খবর সূত্রের। ২। মহারাষ্ট্রে সঙ্কটে জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে অসমে একনাথ শিন্ডে। ৩। মহারাষ্ট্র সঙ্কট নিয়ে দুই শিবিরেই তৎপরতা। ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে কথা উদ্ধবের। ৪। করোনা আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল। নিজেই ট্যুইট করে জানালেন ভগত্ সিংহ কোশিয়ারি। সংক্রমিত উদ্ধব ঠাকরে, জানালেন কমলনাথ।