Maharashtra Crisis live : মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন উদ্ধব ঠাকরে
Maharashtra Crisis live : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। জানুন প্রতি মুহূর্তের আপডেট

Background
মুম্বই: মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। আজ সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে।
গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন। এরইমধ্যে গুয়াহাটির ওই হোটেল ঘিরে বসানো হয়েছে কড়া নিরাপত্তা বলয়।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অবশ্য দাবি, গুয়াহাটিতে যাওয়া শিবসেনার বিধায়কদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। আজ সকালে কথা হয়েছে একনাথ শিন্ডের সঙ্গেও। তাঁর দাবি, তাড়াতাড়িই গুয়াহাটি থেকে শিবসেনার বিধায়করা মুম্বই ফিরে আসবেন। সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হয় শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।
Maharashtra Crisis Update : বিধায়ককে অপহরণের অভিযোগ
শিন্ডের শিবিরের সদস্য, অকোলার শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ দাবি করেন, তাঁকে সুরাতের হোটেলে অপহরণ করা হয়েছিল। তিনি উদ্ধব ঠাকরের সঙ্গেই আছেন।
Maharashtra Political Update : বিদ্রোহী আরও ৬ শিব সেনা বিধায়ক
মহারাষ্ট্রে জোট সরকারে সঙ্কট বাড়িয়ে বিদ্রোহী আরও ৬ বিধায়ক। মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হলেন আরও ৬ শিবসেনা বিধায়ক।






















