Maharashtra Crisis: 'নিজের লোকেরাই পিঠে ছুরি মেরেছে', ফের শিণ্ডেকে নিশানা সঞ্জয় রাউতের
Sanjay Raut: একনাথ শিন্ডে ও তাঁর অনুগামীদের লক্ষ্য করে ফের তোপ দাগলেন শিবসেনা মুখপাত্র ও উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
মুম্বই: দড়ি টানাটানিতে প্রায় কোণঠাসা উদ্ধব শিবির। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। এখনও যা পরিস্থিতি তাতে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপির সরকার গড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার মধ্যেই একনাথ শিন্ডে ও তাঁর অনুগামীদের লক্ষ্য করে ফের তোপ দাগলেন শিবসেনা মুখপাত্র ও উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
কী বলেছেন সঞ্জয়:
তিনি বলেন, 'নিজের লোকেরাই পিঠে ছুরি মেরেছে। বিজেপিকে নতুন সরকারের জন্য শুভেচ্ছা। ক্ষমতার জন্য শিবসেনা নয়, শিবসেনার (Shiv Sena) জন্য ক্ষমতা জন্ম নেয়। শিবসেনা ফের নিজের দক্ষতায় মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরবে।' একটি ছবি টুইটও করেছেন তিনি।
नेमके हेच घडले! pic.twitter.com/nNkBXNAzB3
— Sanjay Raut (@rautsanjay61) June 30, 2022
প্রথম থেকেই শিণ্ডেগোষ্ঠীর কড়া সমালোচনা করে এসেছেন সঞ্জয় রাউত (Sanjay Raut)। জাতীয় রাজনীতিতে মোদি-শাহের কড়া সমালোচক হিসেবেই পরিচিত সঞ্জয় রাউত। সম্প্রতি একটি মামলায় সঞ্জয় রাউতকে তলবও করেছে ইডি। যা নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন শিবসেনার উদ্ধব শিবির। ওই ঘটনার কড়া সমালোচনা করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষে বলেছেন, 'যে উদ্দেশ্যে শিবসেনা তৈরি হয়েছিল তাঁরা সেই জায়গা থেকে সরে এসেছে বলেই নেতা-কর্মীরা দল ছাড়ছেন।'
কখন হবে নতুন সরকার?
এদিন দুপুরেই মুম্বই পৌঁছচ্ছেন একনাথ শিণ্ডে। তাঁর অনুগামীরা অবশ্য আপাতত গোয়াতেই থাকছেন। শিণ্ডে উঠবেন তাজ রেসিডেন্সি হোটেলে। গতকাল থেকে এই হোটেলেই রয়েছেন বিজেপি বিধায়করা। সেখানেই দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে জোট সরকার ও মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে। এরপর সন্ধেয় রাজ্যপালের কাছে গিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানাবেন দেবেন্দ্র ফড়ণবীস ও একনাথ শিণ্ডে। কাল শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা। শপথ গ্রহণে উপস্থিত থাকতে পারেন অমিত শা। তাঁর আসার ওপর নির্ভর করছে শপথগ্রহণের সময়। খবর সূত্রের। অন্যদিকে, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পরেই, গতকাল নাটকীয়ভাবে ফেসবুক লাইভে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তারপর নিজেই গাড়ি চালিয়ে রাজভবনে যান ইস্তফাপত্র পেশ করতে। রাতে ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে মন্দিরে পুজোও দেন উদ্ধব।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ফড়ণবীশ, উপমুখ্যমন্ত্রী শিণ্ডে, কোন ফর্মুলায় নতুন সরকার?