এক্সপ্লোর
Advertisement
Mahatma Gandhi Birth Anniversary: মহাত্মা গাঁধীর ১৫২ তম জন্মদিন উপলক্ষে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদি - কোবিন্দের
মহাত্মা গাঁধীর ১৫২ তম জন্মদিন উপলক্ষে রাজঘাটে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি : মহাত্মা গাঁধীর ১৫২ তম জন্মদিন উপলক্ষে রাজঘাটে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। রাজঘাটে গিয়ে গাঁধীজিকে শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
#WATCH President Ram Nath Kovind pays tribute to Mahatma Gandhi at Rajghat on his 152nd birth anniversary pic.twitter.com/kMA7U1JLAu
— ANI (@ANI) October 2, 2021
গাঁধীজির সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন সনিয়া গাঁধীও।
Congress interim president Sonia Gandhi pays floral tribute to Mahatma Gandhi at Rajghat #GandhiJayanti pic.twitter.com/S6hSTzPwHP
— ANI (@ANI) October 2, 2021
রাজঘাটে শ্রদ্ধা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও।
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ১১৮ তম জন্মদিন। বিজয়ঘাটে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও সনিয়া গাঁধী।
#GandhiJayanti | Vice-President M. Venkaiah Naidu pays tribute to Mahatma Gandhi at Rajghat in Delhi pic.twitter.com/8qxHXfAd8c
— ANI (@ANI) October 2, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "জাতির জনক"- এর আদর্শের কথা বলে ট্যুইট করেন। মহাত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গাঁধীজির দর্শন এখনও বহু মানুষের কাছে অনুপ্রেরণা। মহাত্মার জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন।
গাঁধী জয়ন্তীতে রাজঘাটে আজ সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসেন রাজনীতিকরা। মহাত্মার ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শ্রদ্ধা জানান। সেই সঙ্গে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান লালবাহাদুর শাস্ত্রীকেও।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ অক্টোবর সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জল জীবন মিশনে গ্রাম পঞ্চায়েত এবং পানি সমিতি, গ্রাম জল ও স্যানিটেশন কমিটির (VWSC) সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বৃহত্তর স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে জল জীবন মিশন অ্যাপ শুরু করবেন। এছাড়াও, ভিডিও কনফারেন্সে রাষ্ট্রীয় জল জীবন কোশ চালু করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement