Mamata Mumbai Visit: দুপুরে শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা, বিকেলে শিল্প সম্মেলন; মুম্বই সফরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচি মমতার
দিল্লির রাজনীতিতে শরদ পাওয়ারের অভিজ্ঞতা দীর্ঘদিনের। পাশাপাশি, এনসিপি কংগ্রেসের শরিকও বটে। তাই সেই দিক থেকেও শরদ পাওয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মুম্বই: সফরের (Mumbai Visit) দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee)। এদিন দুপুর ১টায় নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। এরপর দুপুর ৩টে নাগাদ তিনি যাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sarad Power) বাসভবন সিলভার ওকে। জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হবে।
দিল্লির (Delhi) রাজনীতিতে শরদ পাওয়ারের অভিজ্ঞতা দীর্ঘদিনের। পাশাপাশি, এনসিপি (NCP) কংগ্রেসের (Congress) শরিকও বটে। তাই সেই দিক থেকেও শরদ পাওয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এরপর বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী যোগ দেবেন মুম্বইয়ের একটি শিল্প সম্মেলনে। বাণিজ্যিক সংগঠন YPO আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের একাধিক শিল্পপতি। সেখানে উপস্থিত থেকে বাংলার জন্য বিনিয়োগ টানাই হবে মুখ্যমন্ত্রীর লক্ষ্য।
উল্লেখ্য, আজ মুম্বই (Mumbai Visit) সফরে শিল্পপতিদের বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে কটাক্ষ করে ট্যুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি লিখেছেন, এসব তো শুধু রাজ্যের মানুষকে বিশেষ করে বেকারদের ধোঁকা দেওয়ার জন্য। যিনি বিক্ষোভ করে টাটার মত শিল্পপতিকে তাড়িয়েছেন। অর্ধেক তৈরি কারখানা ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তাঁর ডাকে কত শিল্প আসবে আপনারাই বুঝে নিন।
এদিন দুপুরে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এনসিপি নেতা (NCP Leader) নবাব (Nawab Malik) মালিক। কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট সম্ভব নয়। জল্পনা উসকে নবাব মালিকের মন্তব্য, মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়। আমাদের নেতা শরদ পাওয়ার একাধিকবার এই কথা বলেছেন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে তাঁর মুম্বই সফর চলাকালীন এই মন্তব্য করে বিরোধী জোট নিয়ে বিতর্ক উসকে দিলেন এনসিপি নেতা নবাব মালিক।