Mamata Banerjee: ‘সফল সফর, দেশের উন্নতি চাই, মানুষের উন্নয়ন চাই’, দিল্লি ছাড়ার আগে বললেন মমতা
ফের একবার কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়লেন না পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে
নয়াদিল্লি : কলকাতা ফিরছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগে জানালেন, বৈঠক সফল হয়েছে। ফের আসবেন দিল্লিষ বললেন, কোভিড বিধির জন্য সব নেতার সঙ্গে দেখা না হলেও বৈঠক সফল, সেই সঙ্গে তিনি জানান ২ মাস অন্তর দিল্লি সফর করবেন। ফের একবার জানিয়ে দিলেন, ‘দেশের উন্নতি চাই, মানুষের উন্নয়ন চাই’।
সেই সঙ্গে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়লেন না পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে। বললেন, ‘তেল-গ্যাসের দাম বহুগুণ বেড়েছে, মানুষ নাজেহাল, দেশে বেকারত্ব সমস্যাও।'
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জানালেন, ‘ভ্যাকসিনেশন ঠিকমতো করাতে প্রধানমন্ত্রীকে বলেছি’
আজই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদি সরকারকে পরাস্ত করতে এখন থেকেই জোট গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে একের পর এক বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ অন্য মাত্রা যোগ করেছে জাতীয় রাজনীতিতে। বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সাংসদ রাহুল গাঁধীর সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন DMK-র সাংসদ কানিমোঝি। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রায় ৪৫ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।
বৃহস্পতিবারই কেন্দ্রীয় সড়ক-পরিবহণমন্ত্রী নীতীন গডকড়ীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ইলেকট্রিক বাস, অটো ও স্কুটার কারখানা গড়ার দাবি জানান মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি বাংলার উন্নয়নের স্বার্থে পর্যাপ্ত রাস্তাঘাট ও উড়ালপুল তৈরির দাবিও জানিয়েছেন তিনি।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় সনিয়া গাঁধীর। বৈঠকের পর বিরোধী ঐক্যের সুর শোনা যায় তৃণমূলনেত্রীর গলায়। তিনি বলেন, ' সনিয়াজি আমন্ত্রণ জানিয়েছিলেন। রাহুল ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করেছি। পেগাসাস, কোভিড নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী ঐক্য নিয়ে কথা হয়েছে। ইতিবাচক বৈঠক হয়েছে। ভবিষ্যতে ফল দেখা যাবে'
মঙ্গলবার বিধানসভা ভোটে জিতে আসার পর, প্রথমবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য আরও ভ্যাকসিন এবং অনেকদিন ধরে আটকে থাকা রাজ্যের নামবদলের বিষয়ে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর উত্তর নিয়ে তিনি কৌশলী মন্তব্য করেন।