TMC Tripura Assam : মমতার হুঁশিয়ারি, অসমেও খেলা হবে' ! তবে কি এবার টার্গেট অসম? সামনে সুস্মিতা?
বাংলা জয়ের হ্যাটট্রিকের পর, ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্বের আরেক বিজেপি শাসিত রাজ্য, অসমকেও কি পাখির চোখ করছে তৃণমূল?
মলয় চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা: ' ত্রিপুরাতে খেলা হবে, অসমেও খেলা হবে', সম্প্রতি খোলা মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বাংলা জয়ের হ্যাটট্রিকের পর, ত্রিপুরার (Tripura) পাশাপাশি উত্তর-পূর্বের আরেক বিজেপি শাসিত রাজ্য, অসমকেও কি পাখির চোখ করছে তৃণমূল? গত ১৬ অগাস্ট কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ ও প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব (Sushmita Dev)। সেদিন নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন তিনি। বেরিয়ে এসে বলেন, ' উনি খুব পরিষ্কার করে ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বুঝিয়েছেন। আশা করি আমিও সাহায্য করতে পারব।' তাহলে কি অসমে সুস্মিতা দেবই হতে চলেছেন তৃণমূলের তুরুপের তাস?
জল্পনার আবহে শনিবার TMCP-র প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)গলায় একাধিকবার শোনা যায় অসমের প্রসঙ্গ। সেই সঙ্গে বিজেপি সরকারের সমালোচনা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ' মমতা যতবার অসমে আসবেন ততই বিজেপির লাভ। ভোটকাটাকাটিতে সুবিধা হবে বিজেপিরই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতবার আসবেন, ততবার স্বাগত জানাব'
আরও দেখুন - 'ত্রিপুরায় আর দুয়ারে গুণ্ডা নয়, দুয়ার সরকার যাবে', বললেন অভিষেক
সংঘাত বেঁধেছে বাংলায় ভোট পরবর্তী অশান্তি ইস্যুতে। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশের ভিত্তিতে, হাইকোর্টের নির্দেশে, ভোট পরবর্তী অশান্তির তদন্ত করছে সিবিআই। পাল্টা ত্রিপুরায় তৃণমূল নেতাদের ওপর হামলার অভিযোগে মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ' প্রতিদিন ত্রিপুরা, অসমে মারছেন। আমাদের সাংসদদের অসমে ঢুকতে দেননি, হাথরসে আমাদের ঢুকতে দেননি, সব কমিশন পলিটিক্যাল বানিয়ে দিয়েছে ! '
পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। হিমন্ত বিশ্বশর্মা বলেন, '' অসম ও বাংলায় একসঙ্গে ভোট হয়েছে। কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। ভোটের পর অসমে কারোর বাড়িতে একটা ঢিল পর্যন্তও পড়েনি। সেখানে বাংলায় হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে।''
সব মিলিয়ে ত্রিপুরার পাশাপাশি এবার অসম নিয়েও তৃণমূল-বিজেপির টানাপোড়েন তুঙ্গে।