Maruti Suzuki Plant: হরিয়ানায় বড় উদ্যোগ, মারুতি করল এই কাজ
Maruti Suzuki: বিদেশি কোম্পানিগুলির সঙ্গে পাঞ্জা কষতে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে মারুতি ইন্ডিয়া। দেশের গাড়ি বাজারে উৎপাদন ক্ষমতা বাড়াতে এবার হরিয়ানায় বড় কারখানার চুক্তি স্বাক্ষর করল Maruti Suzuki।
Maruti Suzuki New Plan: বিদেশি কোম্পানিগুলির সঙ্গে পাঞ্জা কষতে আরও আগ্রাসী মনোভাব দেখাচ্ছে মারুতি ইন্ডিয়া। দেশের গাড়ি বাজারে উৎপাদন ক্ষমতা বাড়াতে এবার হরিয়ানায় বড় কারখানার চুক্তি স্বাক্ষর করল Maruti Suzuki। এই নিয়ে হরিয়ানায় তিন নম্বর প্লান্ট খুলল কোম্পানি।
Maruti Suzuki Plant: কত টাকার বিনিয়োগ জানেন ?
এটি হরিয়ানায় মারুতি উদ্যোগের সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে। এই নতুন কারখানায় ২০,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে কোম্পানি। ইতিমধ্যে মারুতির সঙ্গে চুক্তি স্বাক্ষর পর্ব সম্পন্ন হয়েছে। খারখোদায় 900 একর জমি মারুতিকে হস্তান্তর করা হয়েছে। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL) ও সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সোনিপতের খারখোদায় ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপে (IMT) স্থাপনের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
Maruti Suzuki New Plan: কত কর্মসংস্থানের সুযোগ ?
এই নতুন কারখানার ফলে প্রায় 13,000 লোকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানিয়েছে কোম্পানি। মারুতি জানিয়েছে, এই প্ল্যান্টের জন্য জমি ক্রয় করতে 2400 কোটি টাকা খরচ হয়েছে কোম্পানির। এখানে 20,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানিয়েছে মারুতি। 2025 সালের মধ্যে প্ল্যান্টে বার্ষিক 2.5 লাখ গাড়ি তৈরি ক্ষমতা হবে। আরসি ভার্গব, চেয়ারম্যান, মারুতি সুজুকি ইন্ডিয়ার মতে, আগামী দিনে কোম্পানির উৎপাদন ক্ষমতা 8 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছবে। কোম্পানির বার্ষিক লক্ষ্য 10 লক্ষ ইউনিট গাড়ি উৎপাদন।
Maruti Suzuki Plant: 1983 সালে গুরুগ্রামে প্রথম তাদের উৎপাদন শুরু করে মারুতি। পরবর্তীকালে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে প্রোডাকশন। নতুন প্ল্যান্টটি মারুতি পোর্টফোলিওর মধ্যে পেট্রোল/সিএনজি গাড়ি তৈরি করবে। গুজরাতে অবশ্য 2025 সাল থেকে EV ও ব্যাটারি তৈরি করবে সুজুকি মোটর কর্পোরেশন। ইতিমধ্যেই গুজরাত সরকারের সঙ্গে ইভি ও ব্যাটারি উত্পাদনের জন্য একটি MOU স্বাক্ষর করেছে কোম্পানি৷ নতুন Baleno, Ertiga, XL6 ও নতুন Wagon R-এর লঞ্চের পাশাপাশি গাড়ি-নির্মাতা সম্প্রতি নতুন পণ্য লঞ্চের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে। যার মধ্যে নতুন প্রজন্মের Vitara Brezza সাবকমপ্যাক্ট SUV শীঘ্রই আসছে।
আরও পড়ুন : Tata Nexon EV MAX: বড় ব্যাটারির সঙ্গে দমদার পারফরম্যান্স, নতুন নেক্সনের দাম জানেন ?