Maruti Baleno RS Recall: সাত হাজারের বেশি বালেনো ফেরত চাইল মারুতি, কী কারণ জানেন ?
দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা Maruti Suzuki তার জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি Baleno RS-এর 7,213 ইউনিট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
Maruti Suzuki Car Recall: দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা Maruti Suzuki তার জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি Baleno RS-এর 7,213 ইউনিট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি 27 অক্টোবর, 2016 থেকে 1 নভেম্বর, 2019-এর মধ্যে তৈরি করা গাড়িগুলির এই মডেলগুলিকে ফেরত চাইছে৷
Auto News: ভ্যাকুয়াম পাম্পের সম্ভাব্য ত্রুটি
Maruti Suzuki এর Baleno RS প্রত্যাহার করার পিছনে ভ্যাকুয়াম পাম্পের সম্ভাব্য ত্রুটি মনে করে অটো ব্লগাররা। ভ্যাকুয়াম পাম্পের কাজ হল ব্রেক কষার সময় গাড়িকে সাহায্য করা। যদিও এর সম্ভাবনা কম, তবে যেসব যানবাহনে এই সমস্যা দেখা যায়, সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি চাপে ব্রেক কষতে হবে।
Maruti Suzuki Car Recall: গাড়ি ঠিক করার টাকা লাগবে না
কোম্পানির তরফে গ্রাহকদের আশ্বাস দেওয়া হয়েছে যে, গাড়িগুলিতে এই ধরনের ত্রুটি পাওয়া যাওয়ায় চিন্তার কিছু নেই। তারা বিনামূল্যে কোম্পানির অফিসিয়াল ডিলারশিপে ত্রুটি সারিয়ে দেবে। এর জন্য গাড়ির মালিকের কাছ থেকে কোনও চার্জ নেওয়া হবে না।
Auto News: মারুতি সম্প্রতি আরও গাড়ি ফেরত চেয়েছে
মারুতি সুজুকি ইতিমধ্যেই এই বছরের জানুয়ারিতে 17,000 গাড়ি ফেরত চেয়েছে। যেগুলি 8 ডিসেম্বর 2022 থেকে 12 জানুয়ারি 2023 এর মধ্যে ফেরত চাওয়া হয়েছে। গাড়িতে ত্রুটিপূর্ণ এয়ারব্যাগের জন্যই এই গাড়িগুলি চেয়ে পাঠিয়েছে কোম্পানি। এই চেয়ে পাঠানো গাড়ির তালিকায় রয়েছে Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno, Grand Vitara-র নাম।
Car News: টাটা দাম বাড়ালেও ছাড় দিচ্ছে মারুতি। চলতি মাসে বিশাল তাদের গাড়িতে বিশাল ছাড়ের সুয়োগ করে দিয়েছে দেশের এক নম্বর গাড়ি নির্মাতা মারুতি সুজুকি। তবে, কোম্পানি কেবল তার নির্বাচিত গাড়িতেই এই ছাড় দিচ্ছে। যার মধ্যে রয়েছে টপ সেলিং হ্যাচব্যাক গাড়ি Wagon-R।
মারুতি সুজুকি ওয়াগন আর
কোম্পানি এই মাসের শেষ পর্যন্ত এই গাড়িতে 54,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে, যা মডেল বিশেষে পরিবর্তিত হয়। এই ডিসকাউন্ট অফারটি WagonR CNG, 1.0 লিটার, 1.2 লিটার ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে। যার মধ্যে নগদ টাকা ছাড় রয়েছে। এছাড়াও 15,000 ক্যাশ ডিসকাউম্ট, কর্পোরেট ছাড় 4,000 টাকা ছাড়াও এক্সচেঞ্জ বোনাস 15,000 - 20,000 ভেরিয়েন্টের উপর নির্ভর করে দেওয়া হচ্ছে। কোম্পানি Wagon R-এর 1.0 লিটার ভেরিয়েন্টে 30,000 টাকার নগদ ছাড়ের সঙ্গে কর্পোরেট ডিসকাউন্ট ও একেসচেঞ্জ সুবিধা ও 1.2 লিটার ভেরিয়েন্টে 25,000 টাকা পর্যন্ত নগদ ছাড় ও অন্যান্য সুবিধা অফার করছে।
আরও পড়ুন : Anti-Sleep Alarm: গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লে থেমে যাবে চাকা! মধ্যপ্রদেশের ছাত্ররা তৈরি করল এই যন্ত্র