Mohammad Zubair Bail: সুপ্রিম কোর্টে জামিন অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের
Journalist Arrest: জুবেরকে পাঁচদিনের জন্য অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: সাংবাদিক মহম্মদ জুবেরকে অন্তর্বতীকালীন জামিন দিল দেশের শীর্ষ আদালত। উত্তরপ্রদেশে সীতাপুরে জুবেরের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাতেই জামিন দেওয়া হয়েছে। এছাড়া এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন জুবের। সেই বিষয়েও উত্তর প্রদেশ পুলিশকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। জুবেরকে পাঁচদিনের জন্য অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয়েছে।
অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বহু পুরনো একটি টুইট ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের তিন সাধুর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছিলেন জুবের। সেই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে জুবেরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয়। আইটি অ্যাক্টেও মামলা করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্ট এই এফআইআর বাতিল করার আর্জি নাকচ করেছিল।
Supreme Court grants interim bail to Alt News' co-founder Mohammad Zubair in the case registered against him in Sitapur, Uttar Pradesh; also issues notice to the UP police on Zubair's plea challenging Allahabad High Court order. pic.twitter.com/xvnwwJr4hI
— ANI (@ANI) July 8, 2022
কী বলেছিল জার্মানির বিদেশমন্ত্রক:
মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন জার্মানির বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি বলেছিলেন, 'বাধাবিঘ্নহীন সাংবাদিকতা যে কোনও সমাজের জন্য উপকারী। উল্টো দিকে, তাতে কোনও বাধা উদ্বেগের কারণ। সাংবাদিকরা যা বলছেন এবং করছেন তার জন্য নির্যাতন বা গ্রেফতার করা উচিত নয় তাঁদের। আমরা ওই বিশেষ ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল। নয়াদিল্লিতে আমাদের দূতাবাস পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে।' এর পরেই এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিষয়টি কোর্টে রয়েছে। আমাদের বিচারবিভাগ স্বাধীন। এই ধরনের মন্তব্যে কোনও কাজের কাজ হবে না। এটা ঠিক নয়।' তারপরেই আজ, শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বতীকালীন জামিন পেলেন মহম্মদ জুবেইর।
আরও পড়ুন: বিপুল কর্মী ছাঁটাই ট্যুইটারে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?