Twitter Employees Fired: বিপুল কর্মী ছাঁটাই ট্যুইটারে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Twitter Update: ধনকুবের ইলন মাস্কের সঙ্গে চুক্তির মাঝেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ট্যুইটার । কোম্পানি জানিয়েছে, তাদের 'ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম' থেকে ৩০ শতাংশ কর্মীকে বাদ দেওয়া হয়েছে।
Twitter Update: ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সঙ্গে চুক্তির মাঝেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ট্যুইটার (Twitter) । কোম্পানি জানিয়েছে, তাদের 'ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম' থেকে ৩০ শতাংশ কর্মীকে বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মাইক্রো ব্লগিং সাইটের এই অনভিপ্রেত সিদ্ধান্ত হতবাক করেছে কর্মীদের।
Twitter Employees Fired: কেন হঠাৎ এই সিদ্ধান্ত ?
ট্যুইটারের সাম্প্রতিক ইতিহাস বলছে, কিছুদিন আগেই মাইক্রো ব্লগিং সাইট কেনার চুক্তি করেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। যদিও ৪৪ বিলিয়ন ডলারের এই অধিগ্রহণ পর্বের তথ্য বাইরে আসতেই চটেন মাস্ক। এমনকী ট্যুইটারের কর্মপদ্ধতি নিয়েও প্রকাশ্যেই প্রশ্ন তোলেন তিনি। এমনকী গতানুগতিক কর্মপদ্ধতিতে হাঁটলে ট্যুইটারের সঙ্গে ডিল বাতিল করার হুঁশিযারি দিয়ে রেখেছেন মাস্ক। এরকম একটা সময়ে কোম্পানিতে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় ট্যুইটারের বোর্ড। তবে হঠাৎ শতাধিক কর্মী ছাঁটাইয়ের কথা এখনও বিশ্বাস করতে পারছেন না কর্মীরা।
Twitter Update: হতাশা প্রকাশ কর্মীদের
ট্যুইটারের তরফে জানানো হয়েছে, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের সংশোধিত ব্যবসায়িক চাহিদার কথা মাথায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। কোম্পানির এই সিদ্ধান্তের বিষয়ে ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এ। কোম্পানির এই সিদ্ধান্ত বিপাকে পড়েছেন অনেক কর্মী। LinkedIn-এ এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।
লিঙ্কডইন-এ অ্যাম্বার পিলচার-স্মিথ বলেছেন, "আমি এই ছাঁটাইয়ে উদ্বিগ্ন হলেও ভবিষ্যতের বিষয়ে আশাবাদী থাকার চেষ্টা করছি। কোম্পানি থেকে বাদ দেওয়ায় প্রাথমিকভাবে আমাকে রাগ ও হতাশা গ্রাস কেরছিল। এই নিয়ে আমি দ্বিতীয়বার ছাঁটাইয়ের অংশ হয়েছি। আমার একটি শিশুপুত্র আছে।"
Twitter Employees Fired: কী বলছে কোম্পানি ?
মে মাসেই ট্যুইটার ঘোষণা করেছিল, খরচ কমানোর জন্য নিয়োগ বন্ধ করে দেবে কোম্পানি। যেহেতু নিয়োগ স্থগিত রাখা হবে, তাই তাদের 'ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম' ছোট করা হবে। ইতিমধ্যেই ট্যুইটারের মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালে এই খবরের বিষয়ে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : Dangerous Smartphone Apps: উধাও হবে টাকা ! অবিলম্বে এই ১৭টি অ্যাপ মুছে ফেলুন ফোন থেকে