Monsoon Session 2021: পেগাসাস-বিতর্কে উত্তাল সংসদ, অমিত শাহর ইস্তফা থেকে নিরপেক্ষ তদন্তের দাবি বিরোধীদের
পেগাসাস স্পাইওয়ারকাণ্ড ঘিরে সংসদের ভিতরে-বাইরে আগুনে আঁচ
নয়াদিল্লি: বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে শুরুতেও পেগাসাস-বিতর্কে উত্তাল সংসদ। বিক্ষোভের জেরে সাময়িক মুলতুবি ঘোষণা করা হয় সংসদের দুই কক্ষ। বিষয়টি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
পেগাসাস স্পাইওয়ারকাণ্ড ঘিরে সংসদের ভিতরে-বাইরে আগুনে আঁচ। দফায় দফায় উত্তাল সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিও তুললেন বিরোধীরা।
বাদল অধিবেশন শুরুর দিনই পেগাসাসকাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। অধিবেশনের দ্বিতীয় দিনেও বজায় রইল পেগাসাস-উত্তাপ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বলতে শোনা যায়, এভাবে স্লোগানিং করা উচিত নয়, আমি সবাইকে বলছি সরকার যে কোনও প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে, রাজ্যসভায় বেঙ্কাইয়া নায়ডু বলেন, আপনারা চান অধিবেশন স্থগিত হয়ে যাক?
মঙ্গলবার অধিবেশনের আগে সংসদে গাঁধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। পেগাসাসকাণ্ড নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিও তোলা হয়।
তৃণমূলের সন্দেহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোনও হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সন্দেহ, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ফোনও হ্যাক করা হয়ে থাকতে পারে।
অধিবেশন শুরুর আগে এদিন বৈঠকে বসেন বিরোধী নেতারা। সিদ্ধান্ত হয়, পেগাসাস ইস্যুতে জোর দিতে হবে। স্পাইওয়ার পেগাসাসকাণ্ড নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে লোকসভা ও রাজ্যসভায় আগেই নোটিস দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি-সহ বিভিন্ন বিরোধী দল। যদিও, তা খারিজ হয়ে যায়।
এরপর পেগাসাসকাণ্ডে সংসদের দুই কক্ষ উত্তাল হয়ে ওঠে বিরোধীদের বিক্ষোভে। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, গোয়েন্দাশাসিত দেশ বানাতে চাইছে বিজেপি।
পাল্টা সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, সরকারের কোনও ভূমিকা নেই, তা সত্বেও যদি তারা এ বিষয়টি সংসদে তুলতে চায়, তাহলে নিয়ম মেনে তুলুক না।
পেগাসাস বিতর্কে সোমবারই সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগ খারিজ করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতিতে অভিযোগ করেন, এই রিপোর্টের উদ্দেশ্য ভারতকে আন্তর্জাতিক মহলে অপমানিত করা ও উন্নয়নের গতি রুদ্ধ করা। দেশবাসী এটা ভালভাবেই বুঝতে পারছেন যে কেন এই সময় রিপোর্ট প্রকাশ করা হল।
ক্রোনোলজি বিতর্কে পাল্টা অমিত শাহ-কে নিশানা করেছে তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, আমি একটা অন্য ক্রোনোলজি বলতে চাই, এটা ২০১৮ থেকে শুরু, আমাদের নেতাদের ফোন ট্যাপ করা হয়েছে, আমি ক্রোনোলজি বোঝাতে চাই ওনাকে।
এদিকে, পেগাসাসকাণ্ডে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। বুধবার পেগাসাস-রিপোর্ট নিয়ে প্রত্যেক রাজ্যে সাংবাদিক বৈঠক করা হবে। বৃহস্পতিবার প্রত্যেক রাজ্যে-র রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেস।