PM Poshan : মিড ডে মিলের ধাঁচেই মোদি সরকারের নতুন প্রকল্প ‘পিএম পোষণ’-এর ঘোষণা, জানুন বিস্তারিত
'এতে কোনও নতুনত্ব নেই, ৬০:৪০ অনুপাতে খরচ কেন্দ্র ও রাজ্যের। তাহলে নতুন নাম কেন, শুধুমাত্র সমস্ত প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম ঢোকানোর জন্য?' প্রশ্ন তুললেন ব্রাত্য
১৯৯৫ সলের ১৫ অগাস্ট । তৎকালীল কেন্দ্রীয় সরকার চালু করে স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিল প্রকল্প। প্রধানমন্ত্রী নরসিংহ রাও ( P. V Narsimha Rao) এই প্রকল্প চালু করেন। সেই প্রকল্পেরই মোড়ক বদল করে বুধবার ‘পিএম-পোষণ অভিযান’ শুরু করল মোদি সরকার। সূত্রের খবর , সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মোট ১১.২ লক্ষ স্কুলের পড়ুয়ারা এর সুবিধা পাবে।
স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে নতুন ‘পিএম পোষণ’ প্রকল্প চালু করল কেন্দ্র। প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
GoI will bear ₹99,061.73 crore, including cost of food grains for #PMPOSHAN over 5 years. Introduction of Tithi Bhojan, social audit,school nutrition gardens & several other measures will help in the effective implementation of the scheme and boost learning & nutrition outcomes. pic.twitter.com/ORtpGciYam
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 29, 2021
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে জানান, , “অপুষ্টির সমস্যা দূর করতে সম্ভাব্য সব রকম চেষ্টা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন প্রজন্মের সুবিধার্থে ‘পিএম-পোষণ’ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অতি গুরুত্বপূর্ণ।
We are committed to doing everything possible to fight the menace of malnutrition. Today’s Cabinet decision on PM-POSHAN is a crucial one, benefitting the youth of India. https://t.co/u43AzNYE5e
— Narendra Modi (@narendramodi) September 29, 2021
”
এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান,
- পাঁচ বছরে এই প্রকল্পে ১.৩১ লক্ষ কোটি টাকা খরচ হবে
- প্রকল্পের আওতায় আসবে ‘প্রি-প্রাইমারি’ তথা ‘বালবটিকা’-র শিশুরা
- প্রথমবার অন্তর্ভুক্ত করা হচ্ছে ৩-৫ বছরের শিশুদের। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বালবটিকা’।
- দেশজুড়ে ১১ লক্ষ ২০ হাজার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এই প্রকল্পের সুবিধা পাবে
- কেন্দ্রের এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
ব্রাত্য বসু লিখেছেন, স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নাম বদলে ‘পিএম পোষণ’ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে কোনও নতুনত্ব নেই, ৬০:৪০ অনুপাতে খরচ কেন্দ্র ও রাজ্যের। তাহলে নতুন নাম কেন, শুধুমাত্র সমস্ত প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম ঢোকানোর জন্য? MDM থেকে P(N)M। আমরা প্রতিবাদ করছি। বিরোধী বিভিন্ন মহল থেকে কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা হয়েছে।