National Girl Child Day 2022 : আজ জাতীয় শিশুকন্যা দিবস, জানুন কীভাবে পালিত হচ্ছে দিনটি
National Girl Child Day 2022 : এই বছর, সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture ) আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi Ka Amrit Mahotsav) অংশ হিসাবে 'উমং রঙ্গোলি উৎসব' (‘Umang Rangoli Utsav') নামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে।
নয়াদিল্লি : ২৪ জানুয়ারি। এই দিনটি জাতীয় শিশুকন্যা দিবস ( National Girl Child Day 2022 ) হিসাবে পালিত হয়। ২০০৮ সাল থেকে ভারত সরকার এই দিনটি বিশেষ ভাবে পালন করে আসছে। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এদিন দেশে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে থাকে দেশবাসীকে।
স্বাধীনতার ৭৫ বছর পরও কন্যা ভ্রূণহত্যা ও কন্যা শিশু হত্যার ঘটনা ঘটেই চলেছে। আজও এই অপরাধ সংগঠিত হচ্ছে দেশের বিভিন্ন কোনায়, নানা ভাবে মানুষকে এর বিরুদ্ধে সতর্ক ও সচেতন করার উদ্দেশেই এই দিবস পালন। সচেতনতা প্রচারের জন্য কয়েক বছর ধরে সরকার বিভিন্ন পদক্ষেপ করে আসছে। এই উপলক্ষেই, প্রতি বছর ২৪ জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়ে আসছে।
বিশেষ এই দিনটি সরকার নারী ও শিশুকন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য করা বিভিন্ন প্রকল্পের প্রচার করে থাকে। তার মধ্যে রয়েছে, ' বেটি বাঁচাও বেটি পড়াও ' (Beti Bachao Beti Padhao), কন্যা শিশু বাঁচাও ( Save the Girl Child ), মেয়েদের জন্য বিনামূল্যে বা কম খরচে শিক্ষ (free/ subsidised education ) ইত্যাদি। প্রতিবছরই এই দিনটি পালনের জন্য বিশেষ একটি করে থিম বাছা হয়। ২০১৯ সালে, থিম ছিল 'একটি উজ্জ্বল আগামীর জন্য মেয়েদের ক্ষমতায়ন' ( 'Empowering Girls for a Brighter Tomorrow')। ২০২০ সালে এই দিনটির জন্য বাছা হয় ‘আমার কণ্ঠ, আমাদের ভবিষ্যত’ ( ‘My voice, our common future’ ) থিম। ২০২১ সালে, জাতীয় শিশুকন্যা দিবসের থিম ছিল ‘ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম’ ( ‘Digital Generation, Our Generation’) ।
এই বছর কীভাবে জাতীয় শিশুকন্যা দিবস ২০২২ পালিত হচ্ছে?
এই বছর, সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture ) আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi Ka Amrit Mahotsav) অংশ হিসাবে 'উমং রঙ্গোলি উৎসব' (‘Umang Rangoli Utsav') নামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলি সারা দেশে ৫০ টিরও বেশি বিশেষ স্থানে রঙ্গোলি করবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত নারীদের স্মরণে সড়কে কিলোমিটার ব্যাপী রঙ্গোলি করা হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানির উপস্থিতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Pradhan Mantri Rashtriya Bal Puraskar (PMRBP) ) প্রাপ্তদের সঙ্গে কথা বলবেন এবং অভিনন্দন জানাবেন।