CDS of India: দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান, জানাল প্রতিরক্ষা মন্ত্রক
New CDS of India: এও জানান হয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত সরকারের সেনা বিষয়ক বিভাগের সচিব পর্যায়েরও কাজ করবেন।
নয়াদিল্লি: দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান, এমনটাই জানান হল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এও জানান হয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত সরকারের সেনা বিষয়ক বিভাগের সচিব পর্যায়েরও কাজ করবেন। প্রসঙ্গত, হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর প্রায় নয় মাস পরে দেশের পরবর্তী সর্বোচ্চ সামরিক পদের জন্য আধিকারিকের নাম চূড়ান্ত করল কেন্দ্র। ২০২০ সালের জানুয়ারি মাসে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ এর দায়িত্ব নেন বিপিন রাওয়াত।
৪০ বছরের কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান বেশ কয়েকটি কমান্ড, স্টাফ এবং ইন্সট্রুমেন্টাল অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনও করেছেন। ১৯৬১ সালের ১৮ মে জন্মেছিলেন অনিল চৌহান ৷ ১৯৮১ সালে ইলেভেন গোর্খা রাইফেল দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন ৷ ৪০ বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পদে কাজ করেছেন ৷ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদীদের দমনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ ২০১৯ সালে তাঁকে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ হিসেবে নিয়োগ করা হয় ৷ ২০২১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেছেন ৷
গত বছরের ডিসেম্বরে তামিলনাড়ুতে মর্মান্তিক চপার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয় প্রাক্তন সেনা প্রধানের। তারপর প্রায় ন' মাস পদাধিকার বলে দেশের প্রতিরক্ষামন্ত্রীর মুখ্য সামরিক উপদেষ্টার পদটিতে আর নিয়োগ করা হয়নি।
Govt of India appoints Lt General Anil Chauhan (Retired) as the next Chief of Defence Staff (CDS) who will also function as Secretary to Government of India, Department of Military Affairs: MoD pic.twitter.com/Ohg156uwTx
— ANI (@ANI) September 28, 2022
সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি ইন চিফ পদে অবসর নেওয়া অনিল চৌহান ২০২১ সালের পরেও সামরিক ও জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ পরামর্শদাতার পদে ছিলেন। চিফ অফ ডিফেন্স স্টাফ পদের পাশাপাশি তিনি ভারত সরকারের সেনা বিষয়ক বিভাগের সচিব পর্যায়ের দায়িত্বও সামলাবেন। সামরিক বিষয়ক সচিবের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল চৌহান সিডিএস পদের দায়িত্বে থাকবেন।