Manipur Violence: 'মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন নয়, ওদের একমাত্র লক্ষ্য সংসদে ব্যাঘাত ঘটানো', কংগ্রেসকে আক্রমণ রবিশঙ্করের
Manipur: সাংবাদিক বৈঠকে এদিন রবিশঙ্কর বলেন, 'মণিপুরের ঘটনায় আমরা সবাই মর্মাহত। আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় এর নিন্দাও করেছেন'
নয়াদিল্লি: মণিপুরের হিংসার ঘটনায় আলোড়িত দেশ। সংসদে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। আর সেই নিয়েই সাংবাদিক বৈঠকে মন্তব্য করলেন রবিশঙ্কর প্রসাদ। এ দিন তিনি বলেন, 'মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার'। এদিন তিনি আরও বলেন,'মণিপুরের মানুষের নিরাপত্তায় সচেষ্ট সরকার, কংগ্রেস চায় না সংসদ সুষ্ঠুভাবে চলুক, সে জন্যই হইহট্টগোল করছে, মণিপুরের লজ্জাজনক ঘটনায় একজন গ্রেফতারও হয়েছে'।
সাংবাদিক বৈঠকে এদিন রবিশঙ্কর বলেন, 'মণিপুরের ঘটনায় আমরা সবাই মর্মাহত। আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় এর নিন্দাও করেছেন, মহিলাদের সুরক্ষা নিয়ে দেশকে জাগ্রত করার কথা বলেছেন। মনিপুরের সঙ্গে সঙ্গে রাজস্থান, ছত্তিশগড়ের কথাও বলেছেন তিনি। মণিপুরের ঘটনা আমাদের জন্য গম্ভীর বিষয়। নরেন্দ্র মোদির সরকার মা-বোনদের সম্মানের বিষয় সংবেদনশীল। কংগ্রেসের কাছে এই ঘটনা জরুরি নয়, অশান্তি জরুরি। যখন সকাল সকাল প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন, তখন দেশের সকলের কাছে সংকেত যাওয়া উচিৎ ছিল'।
মণিপুরে চলতে ধাকা হিংসার বিষয়ে অবিলম্বে আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি। সংসদে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছে তারা। বৃহস্পতিবার এই নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে বাদল অধিবেশনের প্রথম দিন মুলতবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষ।
এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় বিকেলেই সাংবাদিক সম্মেলন করে, বিরোধী দলগুলিকে আক্রমণ শানায় বিজেপি। সাংসদ রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। কিন্তু, কংগ্রেসই এই নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। আসলে, মণিপুর নিয়ে উদ্বিগ্ন নয় তারা। তাদের একমাত্র লক্ষ্য সংসদের কার্যক্রম ব্যাঘাত ঘটানো।
হিংসা বিধ্বস্ত মণিপুরে মধ্যযুগীয় বর্বরতা! গণধর্ষণের পর দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ। সোশাল সাইটে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ঘটনার আড়াই মাস পর গ্রেফতার মূল অভিযুক্ত। ৪ মে মণিপুরের থৌবল জেলার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ। এতদিন কী করছিল পুলিশ? উঠছে সেই প্রশ্নও।
মণিপুরের (Manipur Violence) ঘটনায় এদিন সকালেই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। আজ বাদল অধিবেশন (Monsoon Budget Session) শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর হিংসার ঘটনায় শোকপ্রকাশ করেন মোদি। মণিপুরের ঘটনায় সারা দেশবাসী লজ্জিত। 'মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।' মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও মাফ করা হবে না। কড়া আইনি পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর।