Odisha: উচ্চতা মাত্র ৪.১ সেন্টিমিটার, বিশ্বের সবচেয়ে ছোট রামের মূর্তি বানিয়ে চমকে দিলেন ওড়িশার শিল্পী !
রামনবমী উপলক্ষে বিশ্বের সবচেয়ে ছোট রামের মূর্তি বানিয়ে চমকে দিলেন ওড়িশার শিল্পী সত্যনারায়ণ মহারাণা ৷
ভুবনেশ্বর: উচ্চতা মাত্র ৪.১ সেন্টিমিটার ৷ রামনবমী উপলক্ষে বিশ্বের সবচেয়ে ছোট রামের মূর্তি বানিয়ে চমকে দিলেন ওড়িশার শিল্পী সত্যনারায়ণ মহারাণা ৷ তিনি গাঞ্জাম এলাকার বাসিন্দা ৷ ছোট্ট এই রামের মূর্তিটি বানাতে সময় লেগেছে মাত্র এক ঘণ্টা ৷ সত্যনারায়ণের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে ছোট কাঠের তৈরি ভগবান শ্রীরামের মূর্তি ৷
ওড়িশার গাঞ্জাম জেলার বাসিন্দা সত্যনারায়ণ মহারাণার মূর্তি তৈরি করা নিয়ে বিশেষ নামডাক রয়েছে ৷ পাশাপাশি তিনি একজন বালু-শিল্পীও ৷ রামনবমী উপলক্ষে রামের এই ছোট্ট মূর্তিটি বানিয়ে অবশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি ৷ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূর্তিটি তৈরি করতে তাঁর সময় লেগেছে মাত্র এক ঘণ্টা ৷ সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সত্যনারায়ণ বলেন, করোনায় এ বছর সবাই বাড়িতেই থাকুন ৷ বাড়িতেই রামের পুজো করুন ৷ সুস্থ থাকুন ৷ বাড়ির বাইরে বেরোতে যাবেন না ৷ ’
Odisha | Ganjam artist claims to have created world’s smallest statue of Lord Ram.
— ANI (@ANI) April 21, 2021
This year on Ram Navmi, I've created world’s smallest wooden figurine of Lord Ram with 4.1 cm height. Don’t go to temples. Worship Lord Ram while staying home, says Satyanarayan Moharana, artist pic.twitter.com/UgoSQYqs8M
সবচেয়ে ছোট মূর্তি তৈরি করা এটাই অবশ্য প্রথমবার নয় ৷ এর আগেও শিবরাত্রিতে সবচেয়ে ছোট শিবের মূর্তি বানিয়ে নজর কেড়েছিলেন সত্যনারায়ণ ৷ কাঠ এবং পাথর দিয়ে শিবের মূর্তি বানিয়েছিলেন তিনি ৷ মূর্তিটির ৫ মিমি ছিল কাঠের এবং ১.৩ সেমি ছিল পাথরের তৈরি ৷ এর পাশাপাশি ৭ মিমি পাথরের তৈরি একটি শিবলিঙ্গও বানিয়েছিলেন সত্যনারায়ণ ৷
প্রাচীন ভারতের হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণু যুগ যুগ ধরে এই বিশ্ব সংসারের রক্ষক ও পালক। নানা যুগে তিনি নানা রূপে আবির্ভুত হয়েছেন মর্তে। তার একটি অবতার শ্রী রামচন্দ্র। এটি তাঁর সপ্তম অবতার। ত্রেতা যুগে রাম অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে আবির্ভুত হন তাদের প্রথম সন্তান রূপে। হিন্দু সমাজে ঘরে ঘরে এই রামনবমী দিনটি রামের জন্মতিথি হিসেবেই পালিত হয়ে থাকে।