Omicron Travel restriction : ওমিক্রন আবহে কোন রাজ্যে পর্যটনের কী কী বিধিনিষেধ ?
Omicron Travel restriction : মঙ্গলবার দেশে আরও ১৩৫ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। ২০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে ওমিক্রন।
নয়াদিল্লি: দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন (omicron)। এই পরিস্থিতিতে রাজ্যগুলি কোভিড -19 -এর (covid 19) এই নয়া স্ট্রেনের বিস্তার রুখতে পর্যটনের ক্ষেত্রে বেশকিছু বিধি নিষেধ আরোপ করেছে। সোমবার ভারতে ওমিক্রন কেসের সংখ্যা বেড়ে ৫৭৮ এ পৌঁছায়। গতকাল দেশে আরও ১৩৫ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। ২০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে ওমিক্রন।
দিল্লি (Delhi)
ওমিক্রন আশঙ্কায় শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দিল্লিতে উড়ে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করে। নির্দেশিকা অনুসারে, কোভিড -19 এর সংখ্যা বেশি, এমন রাজ্যগুলি থেকে আসা যাত্রীদের random testing হবে। নমুনা সংগ্রহের পরই যাত্রীদের বের হতে দেওয়া হবে। থার্মাল স্ক্রিনিংও করা হবে। যদি কেউ সংযোগকারী ফ্লাইটে ভ্রমণ করেন এবং ট্রানজিট স্টেশনে বিমানবন্দর ছেড়ে না যান, তবে তাদের জন্য চূড়ান্ত গন্তব্যের নির্দেশিকা প্রযোজ্য হবে।
মহারাষ্ট্র (Maharashtra)
উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসাদের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে । সাত দিন কোয়ারেন্টিন থাকতে হবে। দ্বিতীয় পরীক্ষা করাতে হবে এক সপ্তাহের মাথায়। পজিটিভ হলে তাঁকে কোভিড-১৯ চিকিৎসা সুবিধা সহ হাসপাতালে স্থানান্তরিত করা হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ার পর যাত্রীকে আরও ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণকারীদের ক্ষেত্রে, যাত্রীদের হয় সম্পূর্ণ টিকা দিতে হবে বা একটি RT-PCR নেতিবাচক শংসাপত্র বহন করতে হবে যা 72 ঘন্টার বেশি পুরানো নয়।
মুম্বই (Mumbai)
শুক্রবার Mumbai civic body দুবাই থেকে আগত যাত্রীদের জন্য সাত দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে। নির্দেশিকা অনুসারে, দুবাই থেকে আগত সমস্ত যাত্রী, যাঁরা মুম্বইয়ের বাসিন্দা, বাধ্যতামূলকভাবে সাত দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
পশ্চিমবঙ্গ (West Bengal)
অন্যান্য রাজ্য থেকে আসাদের ভ্রমণকারীদের অবশ্যই RT-PCR নেগেটিভ রিপোর্ট বহন করতে হবে। এবং এই টেস্টটি অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যেই করানো হতে হবে। ওমিক্রন-আক্রান্ত দেশগুলি থেকে যারা রাজ্যে আসছেন তাদের ৭ দিন বিচ্ছিন্নভাবে কাটাতে হবে। রাজ্যে আগত আন্তর্জাতিক যাত্রীদের বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক। সাত দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। পরীক্ষায় করোনা পজিটিভ হলে, নমুনাটি জেনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে এবং তাদের একটি পৃথক ব্যবস্থায় ভর্তি করা হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )