Delhi Oxygen Crisis Death: ফের অক্সিজেনের অভাবে ৮ করোনা রোগীর মৃত্যু দিল্লির হাসপাতালে
মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালে ১ চিকিৎসকও
নয়াদিল্লি: ফের রাজধানীতে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু। দিল্লির বাটরা হাসপাতালে ৮ করোনা রোগীর মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালে ১ চিকিৎসকও।
করোনার জন্য দেশজুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। অক্সিজেনের জন্য হাহাকার শুরু হয় দেশের একাধিক জায়গায়। এর আগও, দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
দিল্লির গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবের কারণে শুক্রবার রাতে ২০ জনের মৃত্যু হয়।
অমৃতসরের নীলকান্ত হাসপাতালে, অক্সিজেনের অভাবে ৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ
পাশাপাশি, মধ্যপ্রদেশের জব্বলপুরের এক হাসপাতালে ৫ জন করোনা আক্রান্তের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়। মৃতদের আত্মীয়দের দাবি, ওই হাসপাতালে অক্সিজেনের অভাবের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। জব্বলপুরের গ্যালাক্সি হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হয়।
মধ্যপ্রদেশের ছত্রপুর জেলা হাসপাতালে অক্সিজেনের অভাবে আইসিইউ-তে ভর্তি ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়।
এরাজ্যেও অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। লেকটাউন ১ নম্বর পল্লিশ্রীর বাসিন্দা ৬৫ বছরের সুনীতি দত্তর ২ দিন আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তিনি বাড়িতেই ছিলেন। গতকাল রাত থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের দাবি, তারপর থেকে বহু জায়গায় চেষ্টা করেও অক্সিজেন মেলেনি।
অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে চারজন করোনা আক্রান্তের। চাঞ্চল্যকর অভিযোগ ওঠে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।
দেশব্যাপী অক্সিজেনের আকাল মেটাতে পদক্ষেপ নেয় মোদি সরকার। প্রধানমন্ত্রীর দফতরের দাবি, যত দ্রুত সম্ভব এই প্ল্যান্টগুলো চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেছেন, পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে প্রতিটি জেলায় অক্সিজেন উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে দেশের হাসপাতালগুলিতে অক্সিজেনের জোগান বাড়বে এবং দেশের মানুষ উপকৃত হবেন।
পিএমও-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, আগেই দেশ জুড়ে চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত ১৬২টি অক্সিজেন উৎপাদক কেন্দ্র গড়ে তুলতে পিএম কেয়ার্স ফান্ডের ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বার প্রতিটি জেলায় অক্সিজেন কারখানা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।